ইংল্যান্ড দলে সাকিবের বদলি কারি

স্পোর্টস ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৬
শেয়ার :
ইংল্যান্ড দলে সাকিবের বদলি কারি

চলতি মাসেই আয়ারল্যান্ডের বিপক্ষে অনুষ্ঠেয় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের আগে ইনজুরিতে পড়েছেন ইংল্যান্ডের সাকিব মাহমুদ। হাঁটুর চোটে লম্বা সময়ই পাওয়া যাবে না এই পেসারকে। তার পরিবর্তে ইংলিশ স্কোয়াডে প্রথমবারের মতো ডাক পেয়েছেন আরেক পেসার স্কট কারি। 

২৪ বছরের কারির আন্তর্জাতিক ক্রিকেট অবশ্য শুরু হয়েছিল স্কটল্যান্ডের হয়ে। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে দুবাইয়ে ওয়ার্ল্ড ক্রিকেট লিগ ডিভিশন-২ টুর্নামেন্টে তিনি খেলেন তিনটি ওয়ানডে। তবে স্কটল্যান্ডে ভবিষ্যৎ বিবেচনায় তিনি বেছে নেন ইংল্যান্ডকে। 

এদিকে, একের পর এক চোট ভোগাচ্ছে সাকিবকে। পিঠে পরপর স্ট্রেস ফ্র‍্যাকচারের জন‍্য প্রায় দুই বছর বাইরে ছিলেন তিনি। সম্প্রতি মাঠে ফিরে ভালো করলেও আবারও পড়লেন চোটের কবলে। গত নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরের টি-টোয়েন্টি সিরিজে ১০.৫৫ গড়ে ৯ উইকেট নেন সাকিব। চলতি বছর মে-জুনে ক‍্যারিবিয়ানদের বিপক্ষে ৮ উইকেট নিয়ে ৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ জয়ে তিনি রাখেন বড় ভূমিকা।

আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের ম্যাচ তিনটি হবে আগামী ১৭, ১৯ ও ২১ সেপ্টেম্বর। অ্যাশেজের আগে দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের দেওয়া হয়েছে বিশ্রাম। অধিনায়কত্ব করবেন জ্যাকব বেথেল। এই সিরিজ খেলার পর অক্টোবরে নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে ইংল্যান্ড।