হলান্ড ঝড়ে ম্যানচেস্টার ডার্বিতে উড়ে গেল ইউনাইটেড

স্পোর্টস ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩১
শেয়ার :
হলান্ড ঝড়ে ম্যানচেস্টার ডার্বিতে উড়ে গেল ইউনাইটেড

বেশ কয়েক বছর ধরেই আর উত্তাপ নেই ম্যানচেস্টারের দুই ক্লাব সিটি ও ইউনাইটেডের ম্যাচে। বর্তমানে কেবলই ঐতিহ্যনির্ভর দল ইউনাইটেড। মাঠের খেলায় সিটির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাই করতে পারে না রেড ডেভিলরা। গতকাল রবিবার রাতেও দেখা গেল এমনটা। আর্লিং হলান্ডের জোড়া গোলে উড়ে গেছে ইংলিশ প্রিমিয়ার লিগের সর্বাধিক চ্যাম্পিয়নরা। 

নিজেদের ঘরের মাঠ ইত্তিহাদ স্টেডিয়ামে সিটি জয় পেয়েছে ৩-০ গোলে। হলান্ডের ২ গোলের বাইরে জাল খুঁজে পেয়েছেন ফিল ফোডেন। এদিন ১২টি শট নিয়ে পাঁচটি লক্ষ্যে রাখতে সিটি। অন্যদিকে, ইউনাইটেডের বেশিরভাগই শটই ছিল ধারহীন। 

সিটি এদিন প্রথম গোল পায় ১৮তম মিনিটে। জেরেমি ডোকুর ডি-বক্সে বাড়ানো বল হেডে জালে জড়ান ফোডেন। এই নিয়ে প্রিমিয়ার লিগে ইউনাইটেডের বিপক্ষে ফোডেনের গোল হলো সাতটি। সিটির হয়ে ইউনাইটেডের বিপক্ষে তার চেয়ে গোল বেশি কেবল সের্হিয়ো আগুয়েরোর। 

ম্যাড়ম্যাড়ে প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে খেলায় গতি বাড়ে। ৫৩তম মিনিটে ব্যবধান বাড়ায় সিটি। সেই ডোকুর থ্রু বলে কোনাকুটি শটে বল জালে জড়ান হলান্ড। ৬৮তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে সিটির জয় প্রায় নিশ্চিত করে ফেলেন এই নরওয়েজিয়ান তারকা। বের্নার্দো সিলভার থ্রু পাস মাঝমাঠে ধরে, বিনা বাধায় ছুটে ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে গোলটি করেন তিনি। এবারের লিগে চার ম্যাচে নরওয়ে তারকার গোল হলো পাঁচটি। বাকি সময়ে আর কোনো গোল হয়নি। 

এই জয়ের ফলে চার ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে উঠেছে ম্যানচেস্টার সিটি। ৪ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে ইউনাইটেড। দিনের প্রথম ম্যাচে বার্নলিকে ১-০ গোলে হারানো লিভারপুল ১২ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে।