কোহলি ৫০ বছর পর্যন্ত খেলুক, চাওয়া তালেবান নেতার
চলতি বছরের ইংল্যান্ড সফরের আগে আচমকা টেস্ট ক্রিকেটকে বিদায় জানান বিরাট কোহলি। তার এই আচমকা অবসর মেনে নিতে পারছেন না আফগানিস্তানের তালেবান নেতা আনাস হাক্কানি। ক্রিকেটপ্রেমী এই তালেবান নেতা চান, ৫০ বছর বয়স পর্যন্ত যাতে কোহলি ক্রিকেট চালিয়ে যান।
ইংল্যান্ড সফরের আগে অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতের আরেক অভিজ্ঞ ক্রিকেটার রোহিত শর্মাও। তবে রোহিতের অবসর যৌক্তিকই লেগেছে হাক্কানির কাছে। তবে অবাক হয়েছেন কোহলির সিদ্ধান্তে।
হাক্কানির ভাষায়, ‘রোহিতের টেস্ট থেকে অবসর ন্যায্যই ছিল। তবে আমি কোহলির অবসরের পেছনের কারণ জানি না। বিশ্বজুড়ে খুব কম লোকই এত অনন্য উচ্চতার। আমার আশা তিনি ৫০ বছর বয়স পর্যন্ত খেলার চেষ্টা করুন।’
আফগানিস্তানে ধর্মভিত্তিক রাজনীতি করলেও ক্রিকেটের প্রতি মারাত্মক ঝোঁক এই তালেবান নেতার। তিনি বলেন, ‘হয়তো তিনি ভারতীয় মিডিয়া দেখে হতাশ হয়ে পড়েছিলেন। আপনি দেখে থাকবেন, টেস্ট রানের দৌড়ে শচীন টেন্ডুলকারের দিকে ছুটছেন জো রুট।’
মাত্র ৩৬ বছর বয়সেই চলতি বছরের ১২ মে টেস্টকে বিদায় জানান কোহলি। আর মাত্র ৭৭০ রান করলেই এই সংস্করণে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করতেন তিনি। তারও আগে গত ৭ মে এই সংস্করণকে বিদায়ের সিদ্ধান্ত জানান রোহিত। তার পরিবর্তে অধিনায়ক করা হয় ২৫ বছরের শুভমান গিলকে। কোহলি ও রোহিত কেবল ওয়ানডেতেই খেলেন এখন।