ভারতকে হারানোর উপায় বলে দিলেন শোয়েব মালিক
চলতি এশিয়া কাপের বহুল প্রতীক্ষিত ম্যাচে ভারতকে কীভাবে পাকিস্তান হারাতে পারে, তার একটি উপায় বলে দিয়েছেন দেশটির সাবেক অলরাউন্ডার শোয়েব মালিক। আজ রাত সাড়ে আটটায় এই ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।
মালিক বলেন, ‘টস একটি গুরুত্বপূর্ণ বিষয়- এটি কারও হাতে নেই, পাকিস্তানেরও নয়। তবে পাকিস্তানের সবচেয়ে ভালো সুযোগ হলো যদি তারা ভারতের তিন থেকে চারজন শীর্ষ ব্যাটারকে দ্রুত আউট করতে পারে এবং তাদের খুব কম রানে সীমাবদ্ধ রাখতে পারে।’
সাবেক এই অলরাউন্ডার আরও বলেন, ‘এইভাবে খেলাটি এমনভাবে খেলতে হবে যাতে তাদের (ভারত) মোট রান প্রায় ১৫০-৬০ পর্যন্ত থাকে। আমার মতে, তাহলে এমন একটি অবস্থা হবে যেখান থেকে পাকিস্তান ভারতকে হারাতে পারে।’
অভিজ্ঞ এই অলরাউন্ডার দ্বিতীয় পরিস্থিতিও তুলে ধরেছেন, যাতে পাকিস্তানের পক্ষে ম্যাচটি থাকে। সেটি হচ্ছে কার্যকর মিডল-ওভার বোলিং। শোয়েব বলেন, ‘দ্বিতীয় পরিস্থিতি হলো মাঝখানের ওভারগুলিতে, যেখানে আপনার স্পিনাররা যেমন সুফিয়ান মুকিম এবং আবরার আহমেদ; তিনটি করে উইকেট তুলে নিতে পারবেন, যদি তারা দুজনেই খেলেন। এটিও একটি আসল সুযোগ তৈরি করতে পারে। কারণ ভারত প্রথমে ব্যাট করুক বা পরে, যদি তাদের ব্যাটাররা আউট না হয়, তাহলে আপনি কখনোই খেলায় থাকবেন না।’