ক্রিকেট আর রাজনীতি আলাদা থাকুক, চাওয়া ভারত কোচের
ভারত ও পাকিস্তানের মধ্যে নিয়মিত ক্রিকেট হওয়ার সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হচ্ছে। প্রথমে টেস্ট ও পরে সাদা বলের দ্বিপক্ষীয় সিরিজ বন্ধ হয়েছে। এবার এশীয় বা আইসিসির টুর্নামেন্টেও দুই দলের মুখ দেখাদেখি বন্ধ হয়ে যেতে পারে। এর মূল কারণ, দুই দেশের শত্রুতাপূর্ণ রাজনীতি। তবে ক্রিকেট আর রাজনীতিকে আলাদাই রাখতে চান ভারতের সহকারী কোচ রায়ান টেন ডাসকাট।
নেদারল্যান্ডসের সাবেক এই অধিনায়ক বলেন, ‘আমাদের ব্যাপারটা হলো, আপনারা ক্রিকেট ও রাজনীতিকে আলাদা রাখেন। অনুভূতি বুঝি। কিন্তু আমরা বিসিসিআই ও সরকারের নির্দেশনা অনুসরণ করছি...। গৌতির বার্তা হলো, যেসব বিষয়ে আমাদের নিয়ন্ত্রণ নেই, সেগুলোতে ফোকাস না দেওয়া, ক্রিকেটে ফোকাস করা।’
ডাসকাট আরও যোগ করেন, ‘এটা খুবই স্পর্শকাতর ইস্যু। খেলোয়াড়রা মানুষের আবেগ ও অনুভূতি বুঝতে পারছে। আমরা ড্রেসিংরুমে এটা নিয়ে আলোচনা করেছি। খেলোয়াড়রা এখানে এসেছে খেলতে। আমরা সরকারের নির্দেশ মানছি।’
জাতীয় দল না হলেও ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস’-এ পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কট করেছিলেন ভারতের সাবেক ক্রিকেটাররা। চলমান এশিয়া কাপেও ছিল ভারতের ম্যাচ বয়কটের শঙ্কা। বিভিন্ন মহল থেকে এমন দাবিও তোলা হয়েছিল। তবে শেষ পর্যন্ত মাঠে গড়াচ্ছে ম্যাচ।