ভাইয়ের প্রতিপক্ষ ভাই, ইন্টারের বিপক্ষে জুভেন্টাসের জয়

স্পোর্টস ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৩৩
শেয়ার :
ভাইয়ের প্রতিপক্ষ ভাই, ইন্টারের বিপক্ষে জুভেন্টাসের জয়

ইতালিয়ান সিরি’আতে চমকপ্রদ এক ম্যাচের সাক্ষী হলেন দর্শকরা। এদিন ভিন্ন দুই দলের হয়ে মাঠে নেমেছিলেন আপন দুই ভাই। ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপ জয়ী দলের সদস্য লিলিয়ান থুরামের এক ছেলে মার্কাস থুরাম খেলেছেন ইন্টারের হয়ে আরেক ছেলে কিফহেন থুরাম খেলেছেন জুভেন্টাসের হয়ে। যেই লড়াইয়ে শেষ পর্যন্ত কিফহেনেরই জয় হয়েছে। 

শনিবার রাতে নিজেদের মাঠে উত্তেজনায় ঠাসা ম্যাচটি ৪-৩ গোলে জিতেছে জুভেন্টাস। দুই দলের হয়ে গোল পেয়েছেন কিফহেন ও মার্কাস। 

ম্যাচ হারলেও এদিন পজেশন ও গোলে শট নেওয়ায় এগিয়ে ছিল ইন্টার। সফরকারীদের ১৮ শটের বিপরীতে জুভেন্টাস নিতে পারে ১২টি, তবে দুই দলই লক্ষ্যে রাখতে পারে সমান চারটি করে শট।

এদিন ১৪তম মিনিটে জুভেন্টাসকে এগিয়ে নেন লয়ড কেলি। ৩০তম মিনিটে বক্সের বাইরে থেকে জোরাল নিচু শটে সমতা ফেরান হাকান কালহানোগলু। ৩৮তম মিনিটে আবার এগিয়ে যায় জুভেন্টাস। গোল করেন কেনান ইলদিজ। ২-১ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় জুভরা। 

৬৫তম মিনিটে চোখধাঁধানো গোলে স্কোরলাইন ২-২ করেন কালহানোগলু। ৭৬তম মিনিটে কর্নারে মার্কাস থুরামের হেডে এগিয়েও যায় ইন্টার। তবে শেষটা ছিল শুধুই জুভেন্টাসের। ৮২তম মিনিটে ৪ বছরের বড় ভাইয়ের মতো গোল করেই সমতা ফেরান কিফহেন থুরাম। যোগ করা সময়ের প্রথম মিনিটে আবার এগিয়ে যায় জুভরা। উল্লাসে ভাসান দ্বিতীয়ার্ধে বদলি নামা ভাসিলিয়ে আজিচ।

চলতি সিরি’আয় প্রথম তিন ম্যাচের সবকটি জিতে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে জুভেন্টাস। জয়ে শুরুর পর টানা দুই ম্যাচ হেরে ১১ নম্বরে আছে ইন্টার মিলান।