স্মিডের ব্যাটে উড়ে গেল হান্টস, সমারসেটের জয়ের রাত

স্পোর্টস ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৬
শেয়ার :
স্মিডের ব্যাটে উড়ে গেল হান্টস, সমারসেটের জয়ের রাত

ছবি: সংগৃহীত

সমারসেট ক্রিকেট দল হ্যাম্পশায়ার হকসকে হারিয়ে তাদের তৃতীয় টি-২০ ব্লাস্ট শিরোপা জিতেছে। ফাইনালে রেকর্ডভঙ্গ ১৯৫ রান তাড়া করে জয় নিশ্চিত করে তারা।

ম্যাচে ইংল্যান্ডের তরুণ ব্যাটার উইল স্মিড ৫৮ বল খেলে অসাধারণ ৯৪ রান করেন, যা সমারসেটের ইনিংসের মূল শক্তি হিসেবে কাজ করে। শন ডিকসনও ৩৩ রানের গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

স্মিড ১৯তম ওভারের শুরুতে আউট হন, তখন দলের প্রয়োজন ছিল মাত্র ১৮ রান। এরপর ক্যাপ্টেন লুইস গ্রেগরি দু’টি ছক্কা হাঁকিয়ে দলকে ১৯৫ রানে পৌঁছে দেন, যা ফাইনালে সর্বোচ্চ স্কোর হিসেবে নথিভুক্ত হলো।

হ্যাম্পশায়ারও ব্যাটে দুর্দান্ত খেলেছে। সেমিফাইনালে ক্রিস লিনের সেঞ্চুরির পর, ফাইনালে তারা ৬ উইকেটে ১৯৪ রান করে প্রতিদ্বন্দ্বিতা দেখায়।

তবে রান তাড়ায় শুরুতে চাপে পড়েছিল সমারসেট। ১০ম ওভারে ৮৯ রানে তৃতীয় উইকেট হারানোর পর স্মিড-ডিকসনের জুটি দলকে টেনে তোলে ১৭৭ পর্যন্ত। এরপর গ্রেগরির ঝোড়ো ইনিংসে এক ওভার বাকি থাকতেই জয় নিশ্চিত হয়। শন ডিকসন অপরাজিত ছিলেন ৩৩ রানে আর অধিনায়ক লুইস গ্রেগরি ৫ বলে ১৮ রানে অপরাজিত ছিলেন।

এই জয়ে ভাইটালিটি ব্লাস্টে তৃতীয়বারের মতো শিরোপা জিতলো সমারসেট। গত তিন মৌসুমে দ্বিতীয় ট্রফি জয়ের স্বাদ পেলো দলটি।