স্পিডবোট ডুবিতে শিশুর মরদেহ উদ্ধার, নিখোঁজ আরও ৩

মোহনগঞ্জ ও খালিয়াজুরী প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৩:০৩
শেয়ার :
স্পিডবোট ডুবিতে শিশুর মরদেহ উদ্ধার, নিখোঁজ আরও ৩

নেত্রকোনার হাওরের খালিয়াজুরির পাঁচহাট এলাকায় ধনু নদে বিয়ে বাড়ির স্পিডবোট ডুবে নিখোঁজ হওয়া ৪ জনের মধ্যে ঊষামণি নামের ৫ বছরের এক শিশুপুত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

আজ শনিবার আনুমানিক ৩টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় ৫০০ মিটার দূরে মরদেহটি ভেসে উঠলে ডুবুরি দল তা উদ্ধার করে। 

জানা গেছে, ঊষামণি খালিয়াজুরির আন্ধাইর গ্রামের মোফায়েল মিয়ার মেয়ে। এ ঘটনার ২৪ ঘণ্টা পার হলেও নিখোঁজ অন্য ৩ জন উদ্ধার হয়নি। নিখোঁজরা হলো একই গ্রামের স্বপন মিয়ার মেয়ে মোছা লাইলা আক্তার (৭), সামছু মিয়ার মেয়ে সামিয়া (১১) ও নবাব মিয়ার মেয়ে মোছা শিরিন (১৮)।

এর আগে গতকাল শুক্রবার বিকেলের দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের পাঁচহাট চরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আন্ধাইর গ্রামের নবাব মিয়ার ছেলে রানা মিয়ার বিয়ে উপলক্ষে ভাড়ায় আনা স্পিডবোটটি নিয়ে বাড়ির সামনে হাওরে ঘুরতে বের হয় ১৫ জন বরযাত্রী। স্পিডবোটটি ধনু নদীতে গেলে সেখানে বিপরীত দিক থেকে আসা একটি বাল্কহেডের সাথে ধাক্কা লেগে ছিটকে একটি জেলেদের নৌকার ওপর গিয়ে পড়ে। তখন স্পিডবোটটি পানিতে তলিয়ে ৪ জন নিখোঁজ হয় আর বাকি ১১ জন সাঁতরে তীরে উঠে।

খালিয়াজুরী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের জানান, ঘটনার পর পর ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালায়। ময়মনসিংহের ডুবুরি দল এসে আজ শনিবার সকাল থেকে উদ্ধার কাজ চালাচ্ছে।