জাকের-শামীমের দায়িত্বশীল ব্যাটিংয়ে বাংলাদেশের ১৩৯

স্পোর্টস ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২৫, ২২:২৫
শেয়ার :
জাকের-শামীমের দায়িত্বশীল ব্যাটিংয়ে বাংলাদেশের ১৩৯

এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার বিরুদ্ধে ব্যাটিংয়ে নেমে চরম বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ। ৫৩ রানেই হারিয়ে বসে প্রথম ৫ উইকেট। তবে সেখান থেকে জাকের আলী অনিক ও শামীম হোসেন পাটোয়ারির দায়িত্বশীল ব্যাটিংয়ে শ্রীলংকার সামনে ১৪০ রানের লক্ষ্য দিতে পেরেছে টাইগাররা। 

পুরো ২০ ওভার ব্যাটিং করে শেষ পর্যন্ত বাংলাদেশ ৫ উইকেট হারিয়েই ১৩৯ রান করেছে। ৬১ বলে ৮৬ রানের জুটি গড়েছেন জাকের ও শামীম। শেষ পর্যন্ত জাকের ৩৪ বলে ৪১ ও শামীম সমান বলে ৪২ রান করে অপরাজিত ছিলেন। দৌড়েই বেশি রান নিয়েছেন জাকের। ইনিংসে মাত্র ২টি চার হাঁকিয়েছেন তিনি। অন্যদিকে, ৩টি চারের পাশাপাশি একটি ছক্কা হাঁকিয়েছেন শামীম। 

আরব আমিরাতের আবুধাবিতে এদিন টসে হেরে ব্যাটিংয়ে নেমে কোনো রান তোলার আগেই হারায় দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমনকে। দুই ওভারেও হয়নি কোনো রান। 

দলীয় রান ১১ হতে দুর্দান্ত এক রান আউটে কাটা পড়েন তাওহিদ হৃদয়। এরপর শেখ মেহেদি হাসানকে নিয়ে ২৭ রান যোগ করে বিপদ কিছুটা কাটিয়ে উঠতে চেষ্টা করেন অধিনায়ক লিটন দাস। তবে লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গার ছোবলে সেই পরিকল্পনাও সফল হয়নি। 

দলীয় ৩৮ রানে মেহেদিকে (৭ বলে ৯) এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন হাসারাঙ্গা। পরে দলীয় ৫৩ রানে দলকে আরও বিপদে ফেলে আউট হন লিটন। ২৬ বলে ৪টি চারের মাধ্যমে ২৮ রান করেন বাংলাদেশ অধিনায়ক। এরপরই দুর্দান্ত জুটি গড়েন জাকের-শামীম। তাতে মোটামুটি লড়াইয়ের পুঁজি পায় বাংলাদেশ।