মৌসুমের শুরুতেই রিয়াল শিবিরে দুঃসংবাদ
চলতি মৌসুমে স্প্যানিশ লা লিগায় এরই মধ্যে তিন ম্যাচ খেলেছে রিয়াল মাদ্রিদ। ডিফেন্ডার আন্তোনিও রুডিগারকে মাঠে দেখা গেছে এক ম্যাচে। এরই মধ্যে জার্মান এই ডিফেন্ডারকে নিয়ে দুঃসংবাদ শুনল রিয়াল। চোটের কারণে দুই মাসেরও বেশি সময় মাঠের বাইরে থাকতে হবে রুডিগারকে।
গতকাল অনুশীলনে বাঁ পায়ের মাংশপেশিতে চোট পান রুডিগার। গত জুনে জাবি আলোনসো রিয়াল কোচের দায়িত্ব নেওয়ার পর তাঁর সময়ে এটাই প্রথম বড় ধরনের চোটের ঘটনা।
গত মৌসুমেও চোটের সঙ্গে লড়াই করেছেন রুডিগার। তবে ৫৫ ম্যাচে মাঠে নামতে পেরেছিরেন রক্ষণভাগের এই ফুটবলার। তবে চলতি মৌসুমে ডিসেম্বরের আগে রুডিগারকে মাঠে দেখার সম্ভাবনা কম।
স্প্যানিশ লা লিগায় আজ রাতে রিয়াল সোসিয়েদাদের মাঠে আতিথ্য নেবে রিয়াল। আগামী মঙ্গলবার মার্শেইয়ের বিরুদ্ধে খেলতে নামার মাধ্যমে চ্যাম্পিয়নস লিগ অভিযান শুরু করবে লস ব্লাঙ্কোসরা। এসব ম্যাচে তো অবশ্যই, ২৭ সেপ্টেম্বর লা লিগায় ‘মাদ্রিদ ডার্বি’ এবং অক্টোবরে ‘এল ক্ল্যাসিকো’তেও রুডিগারকে পাবে না রিয়াল।