মেসির গত বছরের আয় রোনালদোর অর্ধেক

স্পোর্টস ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১৯
শেয়ার :
মেসির গত বছরের আয় রোনালদোর অর্ধেক

ফুটবল ইতিহাসে কে সেরা, সেটি নিয়ে তর্কবিতর্ক থাকলেও আয়ের দিক দিয়ে লিওনেল মেসি সবসময়ই ক্রিস্টিয়ানো রোনালদোর পেছনে থাকেন। গত বছরও এর ব্যতিক্রম ছিল না। রোনালদোর আয় মেসির চেয়ে প্রায় দ্বিগুণ। এমন চিত্র দেখিয়েছে যুক্তরাজ্যের ওয়েবসাইট বেস্টবেটিংঅফার্স। 

আয়ে শীর্ষ দশ অ্যাথলেটদের এই তালিকায় সবার ওপরেই রোনালদো। আর মেসি আছেন তৃতীয় স্থানে। সেরা দলে বাস্কেটবল আর ফুটবলারদের আধিপত্যই বেশি। এই দুই খেলার বাইরে মাত্র দুইজনই অন্য খেলা থেকে শীর্ষ দশে আছেন। 


১- ক্রিস্টিয়ানো রোনালদো : ১৯ কোটি ২৪ লাখ পাউন্ড (ফুটবল)

২- জন রাহম : ১৬ কোটি ৩২ লাখ পাউন্ড (গলফ)

৩- লিওনেল মেসি : ৯ কোটি ৯৯ লাখ পাউন্ড (ফুটবল)

৪- লেব্রন জেমস : ৯ কোটি ৪৮ লাখ পাউন্ড (বাস্কেটবল)

৫- জিয়ানিস অ্যানটেটোকুম্পো : ৮ কোটি ২১ লাখ পাউন্ড (বাস্কেটবল)

৬- কিলিয়ান এমবাপ্পে : ৮ কোটি ১৪ লাখ পাউন্ড (ফুটবল)

৭- নেইমার : ৭ কোটি ৯৯ লাখ পাউন্ড (ফুটবল)

৮- করিম বেনজেমা : ৭ কোটি ৮৪ লাখ পাউন্ড (ফুটবল)

৯- স্টিফেন কারি : ৭ কোটি ৫৩ লাখ পাউন্ড (বাস্কেটবল)

১০- লামার জ্যাকসন : ৭ কোটি ৪৩ লাখ পাউন্ড (আমেরিকান ফুটবল)