বাংলাদেশের পারফরম্যান্স প্রশ্নে অশ্বিনকে কঠিন জবাব তানজিম সাকিবের
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল আন্তর্জাতিক ক্রিকেটে এখনো বড় কোনো সাফল্য পায়নি। চলতি এশিয়া কাপেও টাইগারদের তেমন কোনো সম্ভাবনা দেখছেন না ভারতের সাবেক ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। বরঞ্চ এক প্রকার টিকা-টিপ্পনীই কাটলেন তিনি। বিষয়টি মোটেই পছন্দ হয়নি বাংলাদেশের পেসার তানজিম হাসান সাকিবের।
চলতি এশিয়া কাপে বাংলাদেশ নিয়ে অশ্বিনের মূল্যায়ন হচ্ছে—দেশটিকে নিয়ে বলার মতো কিছু পাচ্ছেন না তিনি। মানে, ভালো করার বা ছাপ রাখার সামর্থ্য ও সম্ভাবনা নেই বাংলাদেশের। বিষয়টি ভালোভাবে নেননি বাংলাদেশের সমর্থকরাও।
গতকাল হংকংয়ের বিরুদ্ধে ৭ উইকেটের জয় নিয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করে বাংলাদেশ। আগামীকাল শনিবার ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে নামবে লিটন দাসের দল। এই ম্যাচের আগে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসেন তানজিম। সেখানেই তার কাছে জানতে চাওয়া হয় অশ্বিনের মন্তব্য নিয়ে।
অশ্বিনের মন্তব্যকে পাত্তা না দেওয়ার ঢংয়ে তানজিম বলেন, ‘আপনি কারও মুখ আটকে রাখতে পারবেন না। আমার মুখ আছে, আমি যা ইচ্ছা তা–ই বলতে পারব। বিশেষ করে যারা চুক্তির মধ্যে নেই। কে কী বলল না বলল, এগুলোয় আসলে কিছু আসে–যায় না।’
হংকংয়ের বিরুদ্ধে ২১ রানে ২ উইকেট নেন তানজিম। ছোট দল বলে হংকংয়কে ছাড় দেবেন, এমন মনোভব নেই তানজিমদের মধ্যে। সংবাদ সম্মেলনে জানালেন সেটিও, ‘আমরা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করি। এখানে একটা লক্ষ্য নিয়ে এসেছি। আমরা আমাদের সেরাটা খেলব। এখন আমাদের বড় দল বলল, ছোট দল বলল, ওটা আসলে দেখার কোনো সময়ই নেই।’