সরকারের বিরুদ্ধে আন্দোলনে শিক্ষার্থীদের সমর্থন দিয়ে দেশছাড়া জোকোভিচ

স্পোর্টস ডেস্ক
১২ সেপ্টেম্বর ২০২৫, ১৪:১৩
শেয়ার :
সরকারের বিরুদ্ধে আন্দোলনে শিক্ষার্থীদের সমর্থন দিয়ে দেশছাড়া জোকোভিচ

পরিবারসহ নোভাক জোকোভিচ। ছবি: সংগৃহীত

সার্বিয়ায় সরকারের বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন দেওয়ায় সরকার ও তার ঘনিষ্ঠদের তোপের মুখে পড়েছিলেন টেনিস কিংবদন্তি নোভাক জোকোভিচ। তবে বিষয়টি আর নিতে পারেননি সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম জয়ী এই তারকা। জন্মস্থান ছেড়ে তাই পরিবারসহ চলে গেছেন গ্রিসে। 

গণমাধ্যমগুলো জানিয়েছে, জোকোভিচ তাদের সন্তানদের গ্রিসে একটি প্রাইভেট স্কুলে ভর্তি করেছেন। নিজের ১১ বছর বয়সী ছেলে স্তেফান এবং ৮ বছর বয়সী মেয়ে তারাকে এথেন্সের সেন্ট লরেন্স কলেজে ভর্তি করেছেন জোকোভিচ বলে জানায় ইউরোপের বিভিন্ন গণমাধ্যম।

জোকোভিচ থাকবেন গ্রিসের রাজধানী এথেন্সের দক্ষিণাঞ্চলের উপশহর গ্লাইফাদায়। মেইল অনলাইন জানিয়েছে, গ্রিসে গোল্ডেন ভিসার জন্য আবেদন করবেন জোকোভিচ। দেশটিতে বিনিয়োগের বদলে স্থায়ী আবাসনের সুবিধা পাওয়া যায় এই ভিসায়। 

সার্বিয়ায় বর্তমানে প্রতিনিয়ত চলছে বিক্ষোভ। যার শুরুটা হয় গত বছরের নভেম্বরে। রেলওয়ে স্টেশনের ছাদ ধসে ১৬ জন নিহত হওয়ার পর থেকেই এর সূত্রপাত। এরপর শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে দেশটির প্রেসিডেন্ট ভুচিচের প্রশাসনের বিরুদ্ধে। এই আন্দোলনে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর কথা জানান জোকোভিচ।

সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থন জানিয়ে এই কিংবদন্তি লেখেন, ‘(আমি) এমন কেউ যে তারুণ্যের শক্তি এবং তাদের আরও ভালো ভবিষ্যতের আশায় গভীরভাবে বিশ্বাস রাখে। আমি বিশ্বাস করি, তাদের কথা শোনাটা গুরুত্বপূর্ণ।’ পরবর্তীতে অস্ট্রেলিয়ান ওপেনে পাওয়া জয় সার্বিয়ায় আন্দোলনে আহত শিক্ষার্থীদের প্রতি উৎসর্গও করেন জোকোভিচ।