নিখোঁজের দুই দিন পর শিশুর মরদেহ উদ্ধার, খামারি আটক
শেরপুরের ঝিনাইগাতীতে নিখোঁজের দুই দিন পর নদী থেকে মো. ইলিয়াস (১০) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার ভোররাতে উপজেলার গান্ধিগাঁও কালীস্থান সংলগ্ন কালঘোষা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় মো. নাজমুল নামের এক মুরগীর খামারিকে আটক করা হয়েছে।
ইলিয়াস গান্ধিগাঁও এলাকার কালু গাজীর ছেলে ও স্থানীয় ব্র্যাক স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।
নিহতের পরিবার জানায়, গত বুধবার সকালে বাড়ি থেকে বের হয় ইলিয়াস। এরপর সে আর বাড়িতে ফিরেনি। পরে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। আজ শুক্রবার ভোররাতে গান্ধিগাঁও কালীস্থান সংলগ্ন কালঘোষা নদীতে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন বলেন, ‘খবর পেয়ে শিশু ইলিয়াসের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তার শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় নাজমুল নামের এক খামারিকে আটক করা হয়েছে।’
ওসি আরও বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নাজমুলের মুরগির খামারের বিদ্যুতের তারে জড়িয়ে শিশুটির মৃত্যু হয়েছে। পরে মরদেহ গুম করার উদ্দেশ্যে কালঘোষা নদীতে ফেলতে দেয় নাজমুল। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’