কাশবনে মিলল মাথাবিহীন নারীর মরদেহ
রংপুরের বদরগঞ্জে একটি কাশবন থেকে মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ শুক্রবার সকালে উদ্ধারকৃত মরদেহ ময়নাতদন্তের জন্য রমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার দামোদরপুর ইউনিয়নের মোস্তাফাপুর ঘাট সংলগ্ন বটপাড়া মন্দিরের পাশে স্থানীয় বাবুল শেখের কাশিয়া খেতে (কাশবন) এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই দিন বিকেলে বাবুল শেখের বড় ভাই মমতাজ জমিতে গেলে দেখতে পান তাদের কাশিয়া খেতে মাথাবিহীন এক বয়স্ক নারীর মরদেহ পড়ে আছে। তার চিৎকারে এলাকায় মানুষজন ছুটে আসে।
খবর দিলে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তবে মাথা না থাকায় আঙুলের চাপ নিয়ে তথ্য প্রযুক্তি সহায়তায় তার পরিচয় শনাক্ত করতে সক্ষম হয় পুলিশ।
পুলিশ জানায়, নিহত ওই নারীর নাম আছমা বেগম। তিনি নীলফামারীর জলঢাকা উপজেলার মীরগঞ্জ গ্রামের আসাদুলের মেয়ে।
দামোদরপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক বলেন, ‘অপরাধীরা পরিকল্পিতভাবে ওই নারীকে হত্যা করে মাথা কেটে নিয়ে গেছে। মাথা না থাকায় ওই নারীর পরিচয়ও কেউ বলতে পারতেছে না। তবে যারা এ হর্ত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করে সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি।’
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আতিকুর রহমান বলেন, ‘খবর পেয়ে জলুবর গ্রামের মমতাজের কাশবন থেকে মাথাবিহীন মরদেহটি উদ্ধার করি। মরদেহটি উদ্ধার করে সুরতহাল রিপোর্টের পর আমরা ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।’