সিপিএলে ডাকাতের কবলে দুই ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০২৫, ১৯:১০
শেয়ার :
সিপিএলে ডাকাতের কবলে দুই ক্রিকেটার

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলতে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হলেন সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস দলের দুই ক্রিকেটার ও সিপিএলের এক কর্মকর্তা। বার্বাডোজে ডাকাতদের কবলে পড়েন তারা। সৌভাগ্যবশত কেউ শারীরিকভাবে আহত হননি, তবে ঘটনার পর টুর্নামেন্ট ঘিরে নিরাপত্তা নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

ঘটনাটি ঘটেছে গত সোমবার গভীর রাতে। একটি অনুষ্ঠান শেষে স্থানীয় সময় রাত ৩টার দিকে হোটেলে ফিরছিলেন ওই দুই ক্রিকেটার ও সিপিএল কর্মকর্তা। পথে খাবার কেনার জন্য গাড়ি থামাতেই হঠাৎ কয়েকজন যুবক তাদের ঘিরে ধরে। চোখের পলকেই তিনজনের মাথায় বন্দুক ধরে তাদের কাছে থাকা নগদ অর্থ, গয়না ও অন্যান্য মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।

তবে সাহসিকতা নয়, বুদ্ধিমত্তার পথেই হাঁটেন ভুক্তভোগীরা—কারো সঙ্গে কোনো ধস্তাধস্তিতে জড়াননি বা বাধা দেওয়ার চেষ্টা করেননি। ডাকাতরা চলে যাওয়ার পর নিরাপদে হোটেলে ফিরে পুরো বিষয়টি জানানো হয় দল কর্তৃপক্ষকে। এরপর সঙ্গে সঙ্গে বার্বাডোজ পুলিশে অভিযোগ জানানো হয়।

পুলিশও দ্রুত তদন্তে নামে এবং কয়েক ঘণ্টার মধ্যেই অস্ত্রসহ ধরা পড়ে অভিযুক্তরা। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ছিনতাই হওয়া সব মূল্যবান সামগ্রী। যদিও নিরাপত্তার স্বার্থে ডাকাতদের কবলে পড়া ব্যক্তিদের নাম প্রকাশ করেনি সিপিএল কর্তৃপক্ষ।

এ ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে বিদেশি ক্রিকেটার, আম্পায়ার ও সম্প্রচার দলের মধ্যে। তবে বার্বাডোজ পুলিশ ও সিপিএল কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে যে, সবার নিরাপত্তা নিশ্চিত করতেই তারা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। সিপিএলের একজন কর্মকর্তা বলেন, ‘এই প্রতিযোগিতার সঙ্গে সংশ্লিষ্ট সকলের নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। তদন্ত চলছে, আমরা পুলিশকে সব ধরনের সহায়তা করছি।’

ঘটনার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের হোটেলে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। উল্লেখ্য, দলটির পরবর্তী ম্যাচ ১১ সেপ্টেম্বর, বার্বাডোজ রয়্যালসের বিপক্ষে।

সিপিএলের মতো বড় মঞ্চে এমন ঘটনার পরও কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ ও পুলিশের তৎপরতায় আপাতত কিছুটা স্বস্তিতে সংশ্লিষ্টরা, তবে নিরাপত্তা নিয়ে সতর্কতা আরও বাড়ানো হচ্ছে বলেই জানানো হয়েছে।