ওয়ানডে বিশ্বকাপে ইতিহাস গড়তে যাচ্ছেন বাংলাদেশের জেসি

স্পোর্টস ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৩৮
শেয়ার :
ওয়ানডে বিশ্বকাপে ইতিহাস গড়তে যাচ্ছেন বাংলাদেশের জেসি

নারী ক্রিকেটের উন্নয়নে আরও একটি যুগান্তকারী পদক্ষেপ নিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। প্রথমবারের মতো আসন্ন উইমেন’স ওয়ানডে বিশ্বকাপে সব ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকবেন শুধুমাত্র নারী ম্যাচ অফিসিয়ালরা — অর্থাৎ সব আম্পায়ার ও ম্যাচ রেফারিই নারী।

এই ঐতিহাসিক যাত্রায় বাংলাদেশও থাকছে গর্বিত অংশীদার হিসেবে। বিশ্বকাপে ১৪ জন নারী আম্পায়ারের মধ্যে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের সাথিরা জাকির জেসি। ফলে তিনি হতে যাচ্ছেন ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম নারী আম্পায়ার — একটি অনন্য ইতিহাসের অংশীদার।

সাথিরার এই অর্জনের খবর ক্রিকেটপ্রেমীদের মধ্যে আগেই ছড়িয়ে পড়েছিল। এবার সেটিরই আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে আইসিসি।

নারী অফিসিয়ালদের দিয়ে আগে কমনওয়েলথ গেমস ও দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ সফলভাবে পরিচালনা করেছিল আইসিসি। এবার সেই ধারাবাহিকতা ওয়ানডে বিশ্বকাপেও নিয়ে আসা হচ্ছে।

তবে শুধু ম্যাচ অফিসিয়ালেই নয়, নারী ক্রিকেটের মূল্যায়নে প্রাইজমানিতেও বড় পরিবর্তন এনেছে আইসিসি। এবারের নারী ওয়ানডে বিশ্বকাপের আর্থিক পুরস্কারের পরিমাণ ছেলেদের শেষ ওয়ানডে বিশ্বকাপের চেয়েও বেশি — যা নারী ক্রিকেটের প্রতি বৈশ্বিক অঙ্গীকারেরই বড় প্রমাণ।

৩৪ বছর বয়সী সাথিরা জাকির জেসি একসময় ছিলেন বাংলাদেশের নারী দলের অলরাউন্ডার। আন্তর্জাতিক ক্যারিয়ার খুব দীর্ঘ না হলেও, খেলেছেন দুটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ। ঘরোয়া ক্রিকেটে তাঁর ছিল সক্রিয় অংশগ্রহণ, ছিলেন একজন কোচ, খেলোয়াড় এবং ক্লাব কর্মকর্তাও।

খেলোয়াড়ী জীবন শেষে কোচিংয়ের পাশাপাশি পা রাখেন আম্পায়ারিংয়ে — এবং দ্রুতই নিজেকে প্রমাণ করেন এই ভূমিকাতেও। ঘরোয়া ক্রিকেটের পর আন্তর্জাতিক মঞ্চেও আম্পায়ারিংয়ের সুযোগ পেয়ে যান।

২০২৩ সালে তিনি আইসিসির ডেভেলপমেন্ট প্যানেলে অন্তর্ভুক্ত হন। এরপর উইমেন’স এশিয়া কাপ ও অনূর্ধ্ব-১৯ উইমেন’স এশিয়া কাপে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন।

সম্প্রতি বাংলাদেশের পুরুষ দলের ম্যাচেও ইতিহাস গড়েন তিনি। নেদারল্যান্ডসের বিপক্ষে সিলেট সিরিজে প্রথম বাংলাদেশি নারী হিসেবে দায়িত্ব পালন করেন টিভি আম্পায়ার হিসেবে।

এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে সাথিরা জাকির পরিচালনা করেছেন ৮টি ওয়ানডে ও ২২টি টি-টোয়েন্টি ম্যাচ।

এবারের উইমেন’স ওয়ানডে বিশ্বকাপ শুরু হচ্ছে ৩০ সেপ্টেম্বর, আয়োজক দেশ ভারত ও শ্রীলংকা। আট দলের এই আসরে মোট ৩১টি ম্যাচ অনুষ্ঠিত হবে ৩৩ দিনে। বাংলাদেশ নারী দল অংশ নিচ্ছে দ্বিতীয়বারের মতো।

সাথিরা জাকিরের এই অংশগ্রহণ শুধু একটি অর্জন নয়, বরং দেশের নারী ক্রিকেটের অগ্রযাত্রার প্রতীক। তার মতো পথিকৃৎরা প্রমাণ করছেন—বাংলাদেশের নারীরাও ক্রিকেটের সব ভূমিকায় সফলভাবে নেতৃত্ব দিতে সক্ষম।