বাছাইপর্বে কেমন করল ব্রাজিল?

স্পোর্টস ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৩৫
শেয়ার :
বাছাইপর্বে কেমন করল ব্রাজিল?

ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্ব শেষ হলো বলিভিয়ার কাছে ১-০ গোলে হার দিয়ে। যদিও বিশ্বকাপের টিকেট নিশ্চিত হয়েছে। তবে এই ভুলে যাওয়ার মতো পারফরম্যান্স ব্রাজিল দীর্ঘদিন মনে রাখতে ইচ্ছুক নয়। দক্ষিণ আমেরিকার বাছাইপর্বের ইতিহাসে এরই মধ্যে এটাই ব্রাজিলের সবচেয়ে দুর্বল সাফল্য হিসেবে ধরা দিয়েছে।

আজকের পরাজয়ের ফলে ১৮ ম্যাচে ব্রাজিলের সংগ্রহ বেড়েছে মাত্র ২৮ পয়েন্টে—প্রায় ৫১ শতাংশ সাফল্য—যা দলটির রেকর্ডে উল্লেখযোগ্যভাবে নান্দনিক নয়। ফাইনাল তালিকায় তারা স্কোরবোর্ডে পঞ্চম স্থানে থেকে যাচ্ছে। আগের নিয়মে থাকলে পঞ্চম স্থানের কারণে এখনো খেলতে হতো প্লে-অফে।

তবে এবার নতুন নিয়মে দক্ষিণ আমেরিকার শীর্ষ ছয় দল সরাসরি বিশ্বকাপ খেলবে; তার ফলে ব্রাজিল বিশ্বকাপ টিকিট নিশ্চিত করেছে। অন্যদিকে আর্জেন্টিনা (৩৮ পয়েন্ট), ইকুয়েডর (২৯), কলম্বিয়া (২৮), উরুগুয়ে (২৮) এগিয়ে থাকায় গোল ব্যবধানের বিচারে পঞ্চম হয়েছে তারা।

কোচিং ক্রিসিসেও ব্রাজিলের কণ্ঠে খুনসুটি দেখা গেছে—এই বাছাই পর্বে তিনজন কোচ নিয়েছেন দায়িত্ব— ফার্নান্দো দিনিজ, দরিভাল জুনিয়র এবং কার্লো আনচেলত্তি।

এ সেশনে ব্রাজিলের সবচেয়ে কষ্টকর ছিল আর্জেন্টিনার কাছে ৪-১ ব্যবধানে হার। এর আগে ২০২৩ সালের নভেম্বরে মারাকানা স্টেডিয়ামে ১-০ ব্যবধানে হারা ম্যাচও ছিল কষ্টের।

২০০২ সালের বাছাইপর্বের সময়ও ব্রাজিল দুর্বল কিছু পারফরম্যান্স করেছিল, কিন্তু সেবার তারা বিশ্বকাপ জিতেছিল। এছাড়া, ১৯৯৪ সালের বিশ্বকাপ জয় এবং ২০১৪ সালের আয়োজকত্বের কারণে ব্রাজিলকে বাছাই পর্ব খেলতে হয়নি।