১০ জনের ফ্রান্সের কষ্টের জয়

স্পোর্টস ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০২৫, ১৩:২৪
শেয়ার :
১০ জনের ফ্রান্সের কষ্টের জয়

শেষ বাঁশি বাজার আগ মুহূর্তে আইসল্যান্ডের গ্যালারি যখন উচ্ছ্বাসে ফেটে পড়তে যাচ্ছিল, তখনই হতাশায় ডুবে গেল পুরো দল। এইদার ক্রুইয়োনসেন বল জালে পাঠালেও, এর আগেই তার ফাউল চোখে পড়ে রেফারির। ভিএআরে দেখা সেই মুহূর্তই শেষ পর্যন্ত রক্ষা করে ফ্রান্সকে—যারা দ্বিতীয়ার্ধের একটা বড় অংশ খেলেছে ১০ জন নিয়ে।

মঙ্গলবার রাতে প্যারিসে বিশ্বকাপ বাছাইয়ের ‘ডি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ২-১ গোলে জয় তুলে নেয় দিদিয়ের দেশমের দল। এই জয় তাদের পৌঁছে দিয়েছে গ্রুপের শীর্ষে।

ম্যাচের শুরু থেকেই আক্রমণে সাহসী ছিল সফরকারী আইসল্যান্ড। ১১তম মিনিটেই তারা প্রথম পরীক্ষায় ফেলেছিল ফ্রান্স গোলরক্ষক মাইক মিয়াঁ-কে, যিনি মিকায়েল আন্দেরসনের দূরপাল্লার শট দুর্দান্তভাবে রুখে দেন।

ফ্রান্সও দ্রুত জবাব দেয়। মানু কোনের শট লক্ষ্যভ্রষ্ট হলেও, ১৯তম মিনিটে এমবাপ্পের মাপা ক্রসে কাছ থেকে হেডে গোলের সুযোগ পেয়েছিলেন মার্কোস থুরাম, কিন্তু লক্ষ্যভেদ করতে পারেননি।

এর ঠিক পরেই ঘটে ভুল। ফ্রান্সের মিডফিল্ডার মাইকেল ওলিসে নিজেদের অর্ধে ভুল পাস দিলে বল চলে যায় প্রতিপক্ষের পায়ে। সুযোগ হাতছাড়া করেননি ক্রুইয়োনসেন—ক্ষিপ্র গতিতে ঢুকে সহজেই গোল করেন।

প্রথমার্ধে গোল হজমের পর বেশ চাপে পড়ে যায় ফ্রান্স। তবে ধীরে ধীরে খেলা ফিরে পায় তারা। ৩৩ মিনিটে চুয়ামেনির ক্রসে থুরামের হেড ও ফিরতি বলে কোনের শট—দুইবারই বাধা হয়ে দাঁড়ান আইসল্যান্ডের গোলরক্ষক।

এরপর ৪৫তম মিনিটে পেনাল্টির মাধ্যমে আসে সমতাসূচক গোল। থুরামকে ফাউল করলে রেফারি পেনাল্টি দেন, আর সেখান থেকে গোল করতে ভুল করেননি কিলিয়ান এমবাপ্পে।

দ্বিতীয়ার্ধের শুরুতে গোলের সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি ফ্রান্স। ওলিসের একটি জোরালো শট লাগে ক্রসবারে।

তবে ৬২তম মিনিটে আসে কাঙ্ক্ষিত গোল। চুয়ামেনির লম্বা পাস ধরে ডান দিক দিয়ে দ্রুত এগিয়ে যান এমবাপে। ডি-বক্সে ঢুকে নিজে শট না নিয়ে চোখে পড়ে বার্কোলার দিকে বাড়িয়ে দেন বল, যিনি ঠাণ্ডা মাথায় গোল করে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে নেন।

৬৮তম মিনিটে ম্যাচের রং বদলে যায়। বল দখলের লড়াইয়ে ক্রুইয়োনসেনকে ফাউল করেন চুয়ামেনি। প্রথমে রেফারি তাকে হলুদ কার্ড দিলেও, ভিএআর পর্যালোচনার পর সিদ্ধান্ত বদল করে দেখান সরাসরি লাল কার্ড।

একজন কম নিয়ে প্রায় ২৫ মিনিটের মতো খেলতে হয় ফ্রান্সকে। সে সময় পুরোপুরি রক্ষণাত্মক কৌশল নিয়ে খেলতে বাধ্য হয় স্বাগতিকরা।

৮৮তম মিনিটে আরেকবার গোল করেন ক্রুইয়োনসেন, যা তখন মনে হচ্ছিল আইসল্যান্ডের জন্য সমতার বার্তা। কিন্তু রেফারি আবার ভিএআরের সাহায্য নেন এবং জানান, বল জালে পাঠানোর আগে ফাউল হয়েছিল। ফলে বাতিল হয় সেই গোল। শেষ পর্যন্ত, ১০ জন নিয়েও জয় ধরে রাখে ফ্রান্স।

এই জয়ে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপে সবার ওপরে ফ্রান্স। আর প্রথম ম্যাচে জয় পাওয়া আইসল্যান্ড ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয়। বাছাইপর্বে আরও লম্বা পথ বাকি থাকলেও, এমন জয় আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দেবে ফরাসি শিবিরে।