ব্রাজিলকে হারিয়ে বিশ্বকাপের স্বপ্ন জিইয়ে রাখল বলিভিয়া
শক্তিশালী ব্রাজিলকে ঘরের মাঠে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের আন্তঃমহাদেশীয় প্লে-অফে খেলার সুযোগ ধরে রাখল বলিভিয়া। এল আল্তোর উচ্চতা আর নিজেদের হার না মানা মনোভাব দিয়ে ১-০ গোলের দারুণ এক জয় তুলে নিয়েছে তারা। অন্যদিকে, ঘরের মাঠে কলম্বিয়ার কাছে ৬-৩ গোলে বিধ্বস্ত হয়ে বিশ্বকাপ বাছাই থেকেই ছিটকে গেল ভেনেজুয়েলা।
বুধবার বাংলাদেশ সময় সকালে এল আল্তোর উচ্চতায় অনুষ্ঠিত ম্যাচে বলিভিয়ার পক্ষে একমাত্র গোলটি আসে প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে। রবার্তো ফের্নান্দেসকে ফাউল করায় পেনাল্টি পায় স্বাগতিকরা, আর স্পট কিক থেকে নির্ভুলভাবে লক্ষ্যভেদ করেন মিগেল তেসেরোস। ব্রাজিল গোলরক্ষক আলিসন সঠিক দিকে ঝাঁপ দিলেও গোল ঠেকাতে পারেননি।
ম্যাচজুড়ে দারুণ আগ্রাসী ফুটবল খেলেছে বলিভিয়া। বল দখলে পিছিয়ে থাকলেও গোলের জন্য নিয়েছে ২৩টি শট, যার ১০টি ছিল লক্ষ্যে। অন্যদিকে, বল দখলে এগিয়ে থাকলেও ব্রাজিলের আক্রমণে ছিল না কোনো ধার। মাত্র ১০টি শটের মধ্যে মাত্র তিনটি ছিল লক্ষ্যে।
প্রথমার্ধেই বলিভিয়া একাধিক সুযোগ তৈরি করেছিল। সপ্তম মিনিটে লুইস হাকিনের দুর্দান্ত দূরপাল্লার শট ঝাঁপিয়ে ফেরান আলিসন। এরপর দিয়েগো মেদিনার ক্রসে গোলের সামনে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি এন্সো মন্তেরিও। তেসেরোসের দূর থেকে নেওয়া আরেকটি শটও ঠেকাতে হয় আলিসনকে।
দ্বিতীয়ার্ধে আবারও গোলের জন্য বেশ কয়েকবার হুমকি দেয় বলিভিয়া। ৫৪তম মিনিটে মোইসেস পানিয়াগওয়ার শট, ৭১ মিনিটে রবসন মাতেউসের দূরপাল্লার প্রচেষ্টা এবং ৮৬তম মিনিটে কার্মেলো আলগারানাসের হেড—সবই দারুণ দক্ষতায় রক্ষা করেন ব্রাজিল গোলরক্ষক আলিসন। তবু শেষ পর্যন্ত জয় রুখতে পারেননি।
এই জয়ের মাধ্যমে ২০ পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকার বাছাইপর্বে সপ্তম হয়েছে বলিভিয়া, যা তাদের আন্তঃমহাদেশীয় প্লে-অফে জায়গা করে দিয়েছে।
ঘরের মাঠে দুইবার এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত কলম্বিয়ার কাছে ৬-৩ গোলে বিধ্বস্ত হয়েছে ভেনেজুয়েলা। কলম্বিয়ার লুইস সুয়ারেস হ্যাটট্রিক করে ভেনেজুয়েলার বিশ্বকাপ স্বপ্ন ছিন্নভিন্ন করে দেন। ফলে বাছাইপর্বে ১৮ পয়েন্ট নিয়ে অষ্টম স্থান নিয়ে বিদায় নিতে হয় লাতিন আমেরিকা থেকে এখনো পর্যন্ত বিশ্বকাপে না খেলা একমাত্র দলটিকে।
লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্ব শেষে শীর্ষ ছয় দল সরাসরি ২০২৬ বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নিয়েছে। তারা হলো:
আর্জেন্টিনা – ৩৮ পয়েন্ট
ইকুয়েডর – ২৯ পয়েন্ট
কলম্বিয়া – ২৮ পয়েন্ট
উরুগুয়ে – ২৮ পয়েন্ট
ব্রাজিল – ২৮ পয়েন্ট
প্যারাগুয়ে – ২৮ পয়েন্ট
৭ম স্থানে থাকা বলিভিয়া খেলবে আন্তঃমহাদেশীয় প্লে-অফে।
ভেনেজুয়েলা (১৮ পয়েন্ট) বাছাই থেকেই বিদায় নিয়েছে।
এদিকে শেষ রাউন্ডেও হার দিয়ে বাছাইপর্ব শেষ করেছে আর্জেন্টিনা ও ব্রাজিল। অন্য ম্যাচগুলোতে জয় পেয়েছে ইকুয়েডর ও কলম্বিয়া, আর ড্র করেছে উরুগুয়ে ও প্যারাগুয়ে।