রোনালদোর গোলের রেকর্ড, নাটকীয় জয়ে শীর্ষে পর্তুগাল
আবারও ইতিহাস গড়লেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে হাঙ্গেরির বিপক্ষে গোল করে তিনি সর্বোচ্চ গোলদাতার তালিকায় যৌথভাবে শীর্ষে উঠেছেন।
মঙ্গলবার বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় পেনাল্টি থেকে ম্যাচের ৫৮তম মিনিটে গোলটি করেন ৪০ বছর বয়সী রোনালদো। এটি ছিল বিশ্বকাপ বাছাইপর্বে তার ৩৯তম গোল, সমান হলেন গুয়াতেমালার কার্লোস রুইজের সঙ্গে। আর লিওনেল মেসির চেয়ে এখন তিনি এগিয়ে ৩ গোলে।
এ নিয়ে জাতীয় দলের হয়ে রোনালদোর গোলসংখ্যা দাঁড়াল ১৪১, যা সর্বাধিক আন্তর্জাতিক গোলের বিশ্বরেকর্ড। এ জন্য তাকে খেলতে হয়েছে ২২৩ ম্যাচ।
হাঙ্গেরি ম্যাচটি ছিল নাটকীয়তায় ভরপুর। ম্যাচের ২১ মিনিটে হাঙ্গেরির বার্নাবাশ ভার্গা গোল করলে এগিয়ে যায় স্বাগতিকরা। তবে ১৫ মিনিট পরই ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার বের্নার্দো সিলভা পর্তুগালকে সমতায় ফেরান।
শেষ মুহূর্তে রোমাঞ্চ ছড়ায় খেলা। ৮৪তম মিনিটে ভার্গা আবারও গোল করে ম্যাচে সমতা আনেন। কিন্তু মাত্র দুই মিনিট পর জোয়াও ক্যানসেলো গোল করে পর্তুগালকে নাটকীয় জয় উপহার দেন।
এর আগে শনিবার আর্মেনিয়ার বিপক্ষে ৫-০ গোলের জয়ে জোড়া গোল করেছিলেন রোনালদো। দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ-এফের শীর্ষে এখন রবার্তো মার্টিনেজের পর্তুগাল। অন্যদিকে হাঙ্গেরি এক পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে আয়ারল্যান্ডের সঙ্গে, যারা আর্মেনিয়ার কাছে ২-১ গোলে হেরেছে।