ট্রাম্পকে ঘিরে বিতর্ক, মন্তব্য করে বিপাকে সাবেক তারকা

স্পোর্টস ডেস্ক
০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১৭
শেয়ার :
ট্রাম্পকে ঘিরে বিতর্ক, মন্তব্য করে বিপাকে সাবেক তারকা

লরা রবসন।

সদ্য শেষ হওয়া ইউএস ওপেনের ফাইনালে ইয়ানিক সিনারকে হারিয়ে চ্যাম্পিয়নস হন কার্লোস আলকারাজ। তবে খেলার চেয়েও আলোচনার কেন্দ্রে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার উপস্থিতি ঘিরে তৈরি হয় নানা বিতর্ক। অভিযোগ উঠেছে, ট্রাম্পের জন্যই ম্যাচ শুরু হতে প্রায় ৩০ মিনিট বিলম্ব হয়।

নিউইয়র্কের আর্থার অ্যাশ স্টেডিয়ামে ট্রাম্পের আগমন অনেক দর্শকই ভালোভাবে নেননি। কড়া নিরাপত্তার কারণে স্টেডিয়ামে প্রবেশে দেরি হয় সাধারণ দর্শকদের। ফলে ট্রাম্পের আগমনে অসন্তোষ প্রকাশ করতে ব্যঙ্গাত্মক শিস দেন অনেকে। যদিও ট্রাম্প ছিলেন নির্বিকার।

ফাইনালের আগে ট্রাম্পের দফতর থেকে আয়োজকদের জানিয়ে দেওয়া হয়েছিল, সম্প্রচার চলাকালীন তার উপস্থিতি নিয়ে কোনও মন্তব্য না করতে। এমনকি দর্শকদের কটাক্ষ বা শিসের শব্দ সম্প্রচারে না দেখানোর নির্দেশও ছিল।

তবে সেই নিয়ম ভেঙেই বিতর্কে জড়িয়ে পড়েছেন ব্রিটেনের সাবেক টেনিস খেলোয়াড় লরা রবসন। ইংল্যান্ডের জনপ্রিয় ক্রীড়া সম্প্রচার সংস্থা স্কাই স্পোর্টস-এর বিশেষজ্ঞ হিসেবে খেলা বিশ্লেষণ করছিলেন তিনি।

ট্রাম্পকে বড় পর্দায় দেখানো মাত্রই লরা বলে ওঠেনে, ‘এই মাত্র ট্রাম্পকে বড় পর্দায় দেখা গেল। অনেকেই টিটকিরি করছেন।’ তার এই মন্তব্যের পরপরই তা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং শুরু হয় বিতর্ক। তবে ইউএস ওপেন কর্তৃপক্ষ এখনও এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

লরা রবসন ২০১২ লন্ডন অলিম্পিকে অ্যান্ডি মারেকে সঙ্গে নিয়ে মিক্সড ডাবলসে রৌপ্য পদক জিতেছিলেন। উইম্বলডন ও ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডেও পৌঁছেছেন তিনি। তবে দীর্ঘ চোটের কারণে মাত্র ২৪ বছর বয়সেই ২০১৮ সালে পেশাদার টেনিস থেকে অবসর নেন।

বর্তমানে ধারাভাষ্য ও বিশ্লেষক হিসেবেই টেনিসে সক্রিয় রয়েছেন লরা — আর এবার তার একটি মন্তব্যই তাঁকে বিতর্কের মুখে ফেলে দিল।