১৩ দিনেই কি ভেঙে গেল ইয়ামালের প্রেম
স্পেনের তরুণ ফুটবল সেনসেশন লামিনে ইয়ামাল এবং আর্জেন্টিনার জনপ্রিয় র্যাপার নিকি নিকোলের সম্পর্ক নিয়ে বেশ কিছু দিন ধরেই জল্পনা চলছিল। স্পেনের একাধিক সংবাদমাধ্যম সম্প্রতি দাবি করেছিল, মাত্র ১৩ দিনের মধ্যেই ভেঙে গিয়েছে এই প্রেমের সম্পর্ক। তবে সেই জল্পনায় এবার জল ঢেলে দিলেন ইয়ামালের জাতীয় দলের সতীর্থ নিকো উইলিয়ামস।
ইয়ামাল গত ১৩ জুলাই ১৮ বছরে পা রাখেন। তার জন্মদিনের পার্টিতে বিশেষ অতিথি ছিলেন ২৫ বছর বয়সী নিকি নিকোল। পুরো অনুষ্ঠান জুড়েই নিকোলকে ইয়ামালের পাশে দেখা যায়। এরপর থেকেই তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়। যদিও নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা কথা বলতে চান না ইয়ামাল, তবে পরবর্তীতে নিকোলের সঙ্গে সম্পর্কের ইঙ্গিত তিনি নিজেই দিয়েছিলেন।
কিন্তু কয়েকদিন আগে স্প্যানিশ গণমাধ্যম দাবি করে, নিকোল ও ইয়ামালের প্রেম ১৩ দিনের বেশি স্থায়ী হয়নি। এই খবরে শুরু হয় নতুন করে আলোচনা।
তবে রবিবার তুরস্কের বিপক্ষে বিশ্বকাপের বাছাইপর্বে স্পেনের জয়ের পর সেই জল্পনায় ইতি টানলেন নিকো উইলিয়ামস। ম্যাচের পরে স্পেনের ড্রেসিংরুমের একটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেন তিনি। ছবিতে ইয়ামালকে দেখা যায় হাস্যোজ্জ্বল মুখে, এক হাতে মুখ ঢেকে উড়ন্ত চুম্বনের ভঙ্গিতে, অন্য হাতে ধরা মোবাইল ফোনে ওয়ালপেপারে নিকোলের সঙ্গে এক আবেগঘন মুহূর্তের ছবি স্পষ্ট দেখা যায়।
ছবিটির ক্যাপশনে উইলিয়ামস লেখেন, ‘আমাদের ছেলে প্রেমে পড়েছে।’
আথলেতিকো বিলবাওয়ের এই ফরোয়ার্ডের পোস্টের পর স্পষ্ট হয়, ইয়ামাল ও নিকোলের সম্পর্ক এখনও অটুট রয়েছে। সম্পর্কের এই ইতিবাচক ইঙ্গিত পাওয়ার পর, দুই তারকার ভক্তরা সামাজিক মাধ্যমে শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন এই তরুণ জুটিকে।