‘থুতুকাণ্ডে’ আরও ৩ ম্যাচ নিষিদ্ধ সুয়ারেজ

স্পোর্টস ডেস্ক
০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৩:০৭
শেয়ার :
‘থুতুকাণ্ডে’ আরও ৩ ম্যাচ নিষিদ্ধ সুয়ারেজ

বিতর্কিত আচরণে লিগস কাপে পর এবার মেজর লিগ সকারেও (এমএলএস) বড় শাস্তির মুখে পড়েছেন লুইস সুয়ারেজ। প্রতিপক্ষের একজনের দিকে থুতু ছুড়ে দেওয়ার ঘটনায় ইন্টার মায়ামির এই উরুগুইয়ান স্ট্রাইকারকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে লিগ কর্তৃপক্ষ।

এই নিষেধাজ্ঞা কার্যকর হবে শনিবার, শার্লট এফসির বিপক্ষে ম্যাচ থেকে। এরপর সিয়াটল সাউন্ডার্স (১০ সেপ্টেম্বর) এবং ডি.সি. ইউনাইটেডের (২০ সেপ্টেম্বর) বিপক্ষে ম্যাচেও মাঠে নামতে পারবেন না তিনি।

এর আগে লিগস কাপে ৬ ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছিলেন সুয়ারেজ। সব মিলিয়ে বর্তমানে মোট ৯ ম্যাচ নিষিদ্ধ অবস্থায় রয়েছেন অভিজ্ঞ এই তারকা। তবে লিগস কাপের শাস্তি শুধু সেই টুর্নামেন্টে প্রযোজ্য, যা কার্যকর হবে আগামী আসরে—ততদিনে মায়ামিতে থাকবেন কি না, তা নিয়েও রয়েছে অনিশ্চয়তা।

গত ৩১ আগস্ট, লিগস কাপ ফাইনালে সিয়াটল সাউন্ডার্সের কাছে ৩-০ গোলে হেরে যায় লিওনেল মেসির ইন্টার মায়ামি। ম্যাচ শেষের পর দুই দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের মধ্যে উত্তেজনাকর হাতাহাতি শুরু হয়, যা চলে বেশ দীর্ঘ সময় ধরে।

বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি, এই সংঘর্ষের সূত্রপাত করেন সুয়ারেজ। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, সিয়াটলের এক স্টাফের দিকে থুতু ছুড়ে মারছেন তিনি।

এই ঘটনার পরই তাকে ছয় ম্যাচের জন্য নিষিদ্ধ করে লিগস কাপ আয়োজক কমিটি। তখন জানিয়ে দেওয়া হয়েছিল, এমএলএস চাইলে আলাদাভাবে শাস্তি দিতে পারে। সেই সিদ্ধান্ত নিয়েই এবার লিগেও তিন ম্যাচের নিষেধাজ্ঞা।

সুয়ারেস অবশ্য ঘটনার পর সামাজিক মাধ্যমে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছিলেন, কিন্তু সেটি বড় শাস্তি এড়াতে যথেষ্ট হয়নি।

মাঠের মধ্যে অনৈতিক আচরণে সুয়ারেজের অতীত রেকর্ডও কম নয়। তিন দফায় প্রতিপক্ষ খেলোয়াড়দের কামড় দেওয়ার কারণে নিষিদ্ধ হয়েছিলেন তিনি। এছাড়া বর্ণবাদী মন্তব্যের অভিযোগে একবার নিষেধাজ্ঞাও পেয়েছেন, যদিও সেই অভিযোগ বরাবরই অস্বীকার করে এসেছেন।

সুয়ারেজের শাস্তির পাশাপাশি ইন্টার মায়ামির আরও দুই খেলোয়াড়—সের্হিও বুসকেতস ও তোমাস আবিলেস—লিগস কাপে দুই ও তিন ম্যাচের নিষেধাজ্ঞা পেলেও এমএলএসে তারা অতিরিক্ত কোনো শাস্তির মুখে পড়েননি। ফলে নিয়মিতভাবেই লিগ ম্যাচে খেলতে পারবেন তারা।

শুধু খেলোয়াড় নয়, সিয়াটল সাউন্ডার্সের সহকারী কোচ স্টিভেন লেনহার্টের দিকেও গড়িয়েছে শাস্তির ধারালো তরবারি। মৌসুমের বাকি অংশে তার কোচিং শংসাপত্র স্থগিত করা হয়েছে। এর মানে, ঘরের মাঠে কেবল গ্যালারিতে থাকতে পারবেন তিনি, আর বাইরের ম্যাচে মাঠ বা ড্রেসিংরুমের আশপাশে থাকার সুযোগও হারিয়েছেন। পরবর্তী মৌসুম শুরুর আগে পুনর্বিবেচনা করা হবে তার শাস্তি।

তাছাড়া দলীয় আচরণবিধি লঙ্ঘনের দায়ে সিয়াটল সাউন্ডার্স ক্লাবকেও আর্থিক জরিমানা করা হয়েছে, যদিও জরিমানার নির্দিষ্ট অঙ্ক প্রকাশ করা হয়নি।

এমএলএসে সুয়ারেসের আগমন ঘিরে যতটা উত্তেজনা ছিল, মাঠের বাইরের বিতর্কে সেটি এখন রূপ নিচ্ছে হতাশায়। এই নিষেধাজ্ঞার প্রভাব শুধু সুয়ারেজ নয়, ইন্টার মায়ামির শিরোপা লড়াইয়েও পড়তে পারে বড় প্রভাব।