টানা তৃতীয়বার বিশ্বকাপের মূল পর্বে তিউনিসিয়া
বিশ্বকাপের মূল পর্বে টানা তৃতীয়বারের মতো খেলতে যাচ্ছে তিউনিসিয়া। ২০২৬ বিশ্বকাপের আফ্রিকা অঞ্চলের বাছাইপর্বে ইকুয়েটোরিয়াল গিনিকে হারিয়ে দুই ম্যাচ হাতে রেখেই টিকিট নিশ্চিত করেছে উত্তর আফ্রিকার এই দলটি।
সোমবার রাতে অনুষ্ঠিত ম্যাচে ১-০ গোলের কষ্টার্জিত জয় পায় তিউনিসিয়া। নির্ধারিত সময় শেষে যখন ম্যাচ ড্রয়ের দিকেই যাচ্ছিল, তখন যোগ করা সময়ের চতুর্থ মিনিটে নায়ক হয়ে ওঠেন মোহামেদ বেন। মিডফিল্ডার এই খেলোয়াড়ের গোলে মিলেছে জয়সূচক গোল।
এই জয়ের ফলে আট ম্যাচ শেষে তিউনিসিয়ার সংগ্রহ দাঁড়িয়েছে ২২ পয়েন্ট—সাত জয় ও একটি ড্রয়ে অপরাজিত অবস্থায় শীর্ষে তারা। গ্রুপে দ্বিতীয় স্থানে থাকা নামিবিয়ার পয়েন্ট সাত ম্যাচে ১২। অর্থাৎ, বাকি দুটি ম্যাচ জিতলেও তিউনিসিয়াকে টপকে যাওয়া সম্ভব নয় কোনো দলের পক্ষে।
এ নিয়ে টানা তিনটি এবং মোট সপ্তমবারের মতো বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলবে তিউনিসিয়া। যদিও আগের দুই আসরে তারা গ্রুপপর্ব থেকেই বিদায় নেয়।
আফ্রিকার বিশ্বকাপ বাছাইপর্বে ৯টি গ্রুপে ৬টি করে দল নিয়ে হচ্ছে খেলা। প্রতিটি গ্রুপের শীর্ষ দল সরাসরি জায়গা করে নেবে ২০২৬ সালের ৪৮-দলীয় বিশ্বকাপে, যেটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে।
বিশ্বকাপ নিশ্চিত করার মাধ্যমে বড় এক মাইলফলক স্পর্শ করল তিউনিসিয়া, এবার তাদের লক্ষ্য গ্রুপপর্বের দেয়াল পেরিয়ে আরও বড় কিছু অর্জনের।