৯ গোলের রোমাঞ্চকর লড়াই শেষে ইতালির স্বস্তির জয়

স্পোর্টস ডেস্ক
০৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৭
শেয়ার :
৯ গোলের রোমাঞ্চকর লড়াই শেষে ইতালির স্বস্তির জয়

বিশ্বকাপ বাছাই পর্বে হাড্ডাহাড্ডি লড়াই শেষে জয় ছিনিয়ে নিল ইতালি। হাঙ্গেরির দেব্রেসেনে সোমবার রাতে ইসরায়েলকে ৫-৪ গোলে হারিয়ে বাছাই পর্বে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা টানা তৃতীয় জয় তুলে নিয়েছে।

ম্যাচের শুরুতেই ব্যাকফুটে চলে যায় ইতালি। মাত্র ১৬তম মিনিটে সতীর্থের পাস বিপদমুক্ত করতে গিয়ে আত্মঘাতী গোল করে বসেন মানুয়েল লোকাতেল্লি। তবে পিছিয়ে পড়েও হাল ছাড়েনি আজ্জুরিরা।

প্রথমার্ধের ৪০ মিনিটে দূরপাল্লার দারুণ এক শটে সমতা ফেরান ফরোয়ার্ড মোইজে কিন। এরপর দ্বিতীয়ার্ধের শুরুতেই ফের এগিয়ে যায় ইসরায়েল। ৫২ মিনিটে গোল করেন দর পেরেৎস। তবে এরপরেই ঘুরে দাঁড়ায় ইতালি।

৫৮ মিনিটে আবারও গোল করেন মোইজে কিন, আর ৬০ মিনিটে দলকে প্রথমবারের মতো এগিয়ে দেন মাত্তেও পলিতানো।

ম্যাচের ৮১ মিনিটে বদলি নামা জাকোমো রাসপাদোরির নিখুঁত বাঁ পায়ের শটে ব্যবধান দাঁড়ায় ৪-২। মনে হচ্ছিল জয়টা নিশ্চিত। কিন্তু উত্তেজনার শেষ ছিল না।

৮৭তম মিনিটে ডিফেন্ডার আলেস্সান্দ্রো বাস্তোনির আত্মঘাতী গোলে ব্যবধান কমায় ইসরায়েল। আর ৮৯তম মিনিটে পেরেৎসের হেডে সমতায় ফিরে ম্যাচে নতুন করে উত্তেজনা ছড়ায় দলটি।

তবে শেষ হাসি হেসেছে ইতালিই। ৯১তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে জয়সূচক গোলটি করেন সান্দ্রো তোনালি। এই গোলেই ৫-৪ ব্যবধানে জয় নিশ্চিত হয় আজ্জুরিদের।

ম্যাচজুড়ে বল দখল ও আক্রমণে কিছুটা এগিয়ে ছিল ইতালি। তারা মোট ১৭টি শট নেয়, যার মধ্যে ৭টি ছিল লক্ষ্যে। ইসরায়েলও সমান ৭টি শট লক্ষ্যে নিতে পেরেছিল, মোট শট ১১টি।

এই জয়ের মাধ্যমে তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ‘আই’ গ্রুপের দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইতালি। সমান পয়েন্ট হলেও গোল ব্যবধানে পিছিয়ে থেকে তৃতীয় স্থানে নেমেছে ইসরায়েল। গ্রুপের শীর্ষে আছে নরওয়ে, যারা এখনো পর্যন্ত তাদের সব চারটি ম্যাচেই জয় পেয়েছে।

উল্লেখ্য, ইউরোপীয় অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ১২টি গ্রুপের শীর্ষ দলগুলো সরাসরি খেলবে ২০২৬ বিশ্বকাপে। রানার্সআপদের জন্য প্লে-অফের চ্যালেঞ্জিং পথ খোলা রয়েছে।

এই নাটকীয় জয় নিঃসন্দেহে আত্মবিশ্বাস জোগাবে ইতালিকে তাদের বিশ্বকাপ অভিযানে।