মঙ্গলবার দেশে ফিরছেন জামালরা
নেপালের উদ্ভুত পরিস্থিতিতে জাতীয় ফুটবল দল আগামীকাল মঙ্গলবার দেশে ফিরবে। আজ সোমবার এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ম্যানেজার আমের খান।
তিনি বলেন, ‘নেপালের উদ্ভুত পরিস্থিতিতে যেহেতু ম্যাচ বাতিল হয়েছে, তাই জাতীয় দলকে আমরা দ্রুতই দেশে ফিরিয়ে নিচ্ছি। বিমানের সিট থাকা সাপেক্ষে দলের সবাইকে আমরা মঙ্গলবার ফিরিয়ে আনছি।’
স্বগতিকদের সঙ্গে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলতে ৩ সেপ্টেম্বর কাঠমান্ডুতে গিয়েছিল জাতীয় ফুটবল দল। শনিবার প্রথম ম্যাচে গোলশূণ্য ড্র করেন জামালরা। মঙ্গলবার দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।নেপালে সরকারবিরোধী আন্দোলন ও সংঘর্ষে তা বাতিল হয়ে যায়। ফলে বুধবারের টিকিট করা থাকলেও তা একদিন এগিয়ে আনার চেষ্টা করে বাফুফে।