নিজের বিশ্বরেকর্ড ভাঙলেন গেম অব থ্রোনসের ‘দ্য মাউন্টেইন’
হাফথোর বিয়র্নসেন, তাকে সবাই চেনে হলিউডের বিখ্যাত ফ্যাস্টাসি-ড্রামা সিরিজ গেম অব থ্রোনসের গ্রেজর ক্লেগান বা ‘দ্য মাউন্টেইন’ নামে। এই তারকার অভিনেতার পাশাপাশি ভারোত্তোলক হিসেবেও পরিচিতি রয়েছে। এবার সেখানেই বিশ্বরেকর্ড গড়েছেন বিয়র্নসেন।
সম্প্রতি তিনি বার্মিহামে দ্য স্ট্রংম্যান প্রতিযোগিতায় ৫১০ কেজি তুলে বিশ্বরেকর্ডটি গড়েন। যা পাউন্ডের হিসেবে ১,১২৪।
বিয়র্নসেন মূলত তারই পুরোনো রেকর্ডটি ভাঙেন। এর আগে তিনি ৫০৫ কেজি বা ১,১১৩ পাউন্ড তুলেছিলেন। ২০১৮ সালে রেকর্ডটি গড়ে তিনি দ্য ওয়ার্ল্ড স্ট্রংগেস্ট ম্যান তকমা পেয়েছিলেন।