ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচের দায়িত্বে বাংলাদেশের মুকুল

স্পোর্টস ডেস্ক
০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৩৬
শেয়ার :
ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচের দায়িত্বে বাংলাদেশের মুকুল

এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এশিয়া কাপ ২০২৫-এর গ্রুপ পর্বের ম্যাচগুলোর জন্য আম্পায়ার ও ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে। এতে জায়গা পেয়েছেন বাংলাদেশের দুই অভিজ্ঞ আম্পায়ার—মাসুদুর রহমান মুকুল ও গাজী সোহেল।

বিশেষ করে, ১৪ সেপ্টেম্বর দুবাইয়ে অনুষ্ঠিতব্য বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচে মাঠের আম্পায়ারের দায়িত্ব পালন করবেন মুকুল। তার সঙ্গে থাকবেন শ্রীলংকার রুচিরা পালিয়াগুরুগে। এছাড়া ম্যাচের টিভি আম্পায়ার হিসেবে থাকবেন আফগানিস্তানের আহমাদ পাকতিন ও ইজাতউল্লাহ শফি, আর ম্যাচ রেফারির দায়িত্বে থাকবেন আইসিসির অভিজ্ঞ অফিসিয়াল অ্যান্ডি পাইক্রফট।

এবারের এশিয়া কাপে বাংলাদেশ থেকে আরও একজন আম্পায়ার, গাজী সোহেল আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করবেন ১০ সেপ্টেম্বর ভারত বনাম সংযুক্ত আরব আমিরাত ম্যাচে।

মোট ৮টি দল নিয়ে শুরু হতে যাওয়া এবারের এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে আগামীকাল মুখোমুখি হবে আফগানিস্তান ও হংকং। গ্রুপ পর্বে মোট ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে, আর এসব ম্যাচ পরিচালনার জন্য এসিসি নিযুক্ত করেছে আটজন ম্যাচ অফিসিয়ালকে।

বাংলাদেশের মাসুদুর রহমান ও গাজী সোহেল ছাড়াও তালিকায় রয়েছেন—আফগানিস্তানের আহমাদ পাকতিন ও ইজাতউল্লাহ শফি, পাকিস্তানের আসিফ ইয়াকুব ও ফয়সাল আফ্রিদি, শ্রীলংকার রবীন্দ্র ভিলমালসিরি ও রুচিরা পালিয়াগুরুগে এবং ভারতের রোহান পন্ডিত ও বীরেন্দর শর্মা।

মাসুদুর রহমান এর আগেও ভারত-পাকিস্তান ম্যাচ পরিচালনা করেছেন। ২০২২ সালের এশিয়া কাপে গ্রুপ পর্ব ও সুপার ফোর—দুই ম্যাচেই দায়িত্ব পালন করেছিলেন তিনি। ৫০ বছর বয়সী এই অভিজ্ঞ আম্পায়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে এখন পর্যন্ত ৬৪টি আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেছেন।

প্রথা অনুযায়ী, টুর্নামেন্টের গ্রুপ পর্বের জন্যই প্রথমে আম্পায়ারদের তালিকা চূড়ান্ত করা হয়। পরবর্তী ধাপে—সুপার ফোর ও ফাইনালের জন্য—দলগুলোর পারফরম্যান্স ও আম্পায়ারদের দক্ষতা বিবেচনায় এনে নতুন করে আম্পায়ার নিয়োগ দেওয়া হয়। এবারের আসরেও তেমনটাই হবে বলে জানিয়েছে এসিসি।