অবশেষে জয়ে ফিরল জার্মানি
২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে প্রথম জয় তুলে নিয়েছে জার্মানি। রবিবার রাতে ঘরের মাঠে নর্দান আয়ারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়েছে ইউলিয়ান নাগেলসমানের শিষ্যরা। প্রতিযোগিতামূলক ফুটবলে টানা তিনটি হার শেষে ফিরল জয়ের ধারায়।
বাছাইয়ে আগের ম্যাচে স্লোভাকিয়ার বিপক্ষে অপ্রত্যাশিত হারের পর একাদশে পাঁচটি পরিবর্তন এনে নেমেছিল জার্মানি। তবে প্রথমার্ধে খুব একটা সুবিধা করতে পারেনি দলটি। গোলের খরা কাটলেও আক্রমণে ছিল ধারহীনতা। বিরতির পর অবশ্য খেলায় ফিরে আসে স্বাগতিকরা।
ম্যাচের সপ্তম মিনিটেই এগিয়ে যায় জার্মানি। নিক ভল্টামার্ডার পাস থেকে বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করেন সের্গে জিনাব্রি। তবে ৩৪তম মিনিটে কর্নার থেকে ভলিতে গোল করে সমতা ফেরান ইসাক প্রাইস।
প্রথমার্ধে দুই দলেরই মাত্র একটি করে শট ছিল লক্ষ্যে। তবে দ্বিতীয়ার্ধে গতি বাড়ায় জার্মানি। একাধিক আক্রমণ করে ব্যর্থ হওয়ার পর ৬৯তম মিনিটে গোলরক্ষকের ভুলে এগিয়ে যায় তারা। মাঝমাঠ থেকে ডেভিড রাউমের লম্বা পাস ধরতে না পেরে বলের পথ ছাড়েন প্রতিপক্ষ গোলরক্ষক, সুযোগ কাজে লাগিয়ে জাল খুঁজে নেন নাদিম আমিরি।
এরপর ৭২তম মিনিটে আসে ম্যাচের সেরা মুহূর্ত। বক্সের বাইরে ফ্রি-কিক থেকে মাপা শটে রক্ষণ দেয়ালের ওপর দিয়ে দুর্দান্ত গোল করেন ফ্লোরিয়ান ভিয়েৎস, যা জয় নিশ্চিত করে জার্মানির।
শেষদিকে আরও একটি সুযোগ পেলেও তা প্রতিহত হয় প্রতিপক্ষের রক্ষণে। ফলে ব্যবধান আর বাড়েনি।
এই জয়ে দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের তিন নম্বরে আছে জার্মানি। গোল পার্থক্যে দুইয়ে আছে সমান পয়েন্ট পাওয়া নর্দান আয়ারল্যান্ড। অন্যদিকে, লুক্সেমবার্গকে ১-০ গোলে হারিয়ে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে স্লোভাকিয়া। পয়েন্ট না পাওয়া লুক্সেমবার্গ আছে তলানিতে।