ডাচদের জিতিয়ে ইতিহাস গড়লেন ডিপাই
বিশ্বকাপ বাছাইপর্বে লিথুয়ানিয়ার মাঠে রবিবার ৩-২ গোলের রোমাঞ্চকর জয় পেয়েছে নেদারল্যান্ডস। ম্যাচের একাদশ মিনিটেই ডান দিক থেকে কোডি হাকপোর বাড়ানো ক্রস থেকে দারুণ এক ডান পায়ের শটে দলকে এগিয়ে নেন মেমফিস ডিপাই। এই গোলের মাধ্যমেই গড়েন অনন্য এক রেকর্ড—নেদারল্যান্ডস জাতীয় দলের ইতিহাসে এককভাবে সর্বোচ্চ গোলদাতার আসনে বসেন এই তারকা ফরোয়ার্ড।
আগে এই রেকর্ড ছিল রবিন ফন পার্সির দখলে, যিনি ১০২ ম্যাচে করেছিলেন ৫০ গোল। গত জুনে মাল্টার বিপক্ষে জোড়া গোল করে ডিপাই স্পর্শ করেছিলেন ফন পার্সির রেকর্ড। এবার এক ম্যাচ পরই সেই রেকর্ড ছাড়িয়ে যান তিনি।
ম্যাচের ৩৩তম মিনিটে ইয়ুরিয়ান টিম্বারের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় ডাচরা। তবে স্বাগতিক লিথুয়ানিয়া প্রথমার্ধেই দুটি গোল করে সমতা ফেরায় ম্যাচে। এরপর দ্বিতীয়ার্ধের ৬৩তম মিনিটে হেড থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন ডিপাই, যা নেদারল্যান্ডসের জয় নিশ্চিত করে।
বর্তমানে ব্রাজিলের ক্লাব করিন্থিয়ান্সে খেলা মেমফিস ডিপাই এরই মধ্যে ১০৪ আন্তর্জাতিক ম্যাচে করেছেন ৫২ গোল। এর আগে তিনি খেলেছেন ম্যানচেস্টার ইউনাইটেড, বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদের মতো বড় ক্লাবে।
এ জয়ের ফলে বিশ্বকাপ বাছাইয়ের 'জি' গ্রুপে চার ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে নেদারল্যান্ডস। সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে পোল্যান্ড দ্বিতীয় স্থানে।