জাপানের কাছে উড়ে গিয়ে পাকিস্তানের অপেক্ষায় বাংলাদেশ
এশিয়া কাপ হকিতে পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশকে ৫-১ গোলে হারিয়েছে জাপান। ভারতের রাজগিরিতে অনুষ্ঠিত ম্যাচে জাপান জয়ী হওয়ায় তারা এশিয়া কাপে পঞ্চম স্থান অর্জন করেছে এবং সরাসরি বিশ্বকাপ বাছাইপর্বে খেলবে।
অন্যদিকে বাংলাদেশকে এখন পাকিস্তানের সঙ্গে তিন ম্যাচের প্লে অফ সিরিজ খেলতে হবে। পাকিস্তান রাজনৈতিক কারণে এশিয়া কাপ খেলেনি, যার কারণে বাংলাদেশ এ টুর্নামেন্টে অংশগ্রহণের সুযোগ পায়। এশিয়া কাপ শেষে বিশ্বকাপ বাছাইয়ের জন্য বাংলাদেশ ও পাকিস্তানের এই প্লে অফ সিরিজের অপেক্ষা রয়েছে।
এশিয়া কাপের চ্যাম্পিয়ন দল সরাসরি বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ পাবে, আর রানার্স আপ থেকে পঞ্চম স্থান নির্ধারণী দল বিশ্বকাপ বাছাইয়ে অংশ নেবে। পাকিস্তান না আসায় এশিয়ান হকি ফেডারেশন ষষ্ঠ দলের সঙ্গে পাকিস্তানের তিন ম্যাচের প্লে অফ সিরিজ আয়োজন করেছে, যার ভেন্যু ও সময় এখনও চূড়ান্ত হয়নি।
এই সিরিজের বিজয়ী দলসহ এশিয়া কাপের শীর্ষ চার দল বিশ্বকাপ বাছাইয়ে খেলার সুযোগ পাবে। তবে বাছাইপর্বের ফরম্যাট ও স্থান এখনও নির্ধারণ হয়নি।
আজকের ম্যাচে বাংলাদেশের শুরু ছিল শক্তিশালী। প্রথম কোয়ার্টারে পেনাল্টি কর্নারসহ বেশ কিছু আক্রমণ গড়ে তুললেও গোল করতে পারেনি, বিপরীতে জাপান দুই গোল করে। দ্বিতীয় কোয়ার্টারে কোনো গোল হয়নি এবং স্কোর ছিল ২-০।
তৃতীয় কোয়ার্টারে জাপান আরও দুই গোল যুক্ত করে। চতুর্থ কোয়ার্টারের শুরুতেই আরেকটি গোল করে জাপান। এরপর বাংলাদেশ দলের আমিরুল ইসলাম ফিল্ড গোল করে ব্যবধান কমানোর চেষ্টা করেন। কিন্তু গোলের মাত্র তিন মিনিটের মধ্যে পেনাল্টি কর্নার থেকে জাপান আরেকটি গোল করে ম্যাচ ৬-১ গোলে শেষ করে।