১৪৮ বছরের ইতিহাসে প্রথম দুই বলে ২ ওপেনারের বিদায়!
আন্তর্জাতিক ক্রিকেটে ১৪৮ বছরের ইতিহাসে এমন দৃশ্য কখনও দেখা যায়নি—ইনিংসের প্রথম দুই বলেই আউট হলেন দুই ওপেনার! সেই নজির গড়ল কানাডা ও স্কটল্যান্ডের মধ্যকার একটি ওয়ানডে ম্যাচে। ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে অনন্য এই ঘটনার সাক্ষী থাকল ক্রিকেটবিশ্ব।
টস জিতে কানাডাকে ব্যাট করতে পাঠায় স্কটল্যান্ড। বল হাতে প্রথম ওভার করতে আসেন স্কটিশ পেসার ব্র্যাড কারি। তার প্রথম বলেই স্লিপে ক্যাচ দেন কানাডার ওপেনার আলি নাদিম—মার্ক ওয়াটের হাতে সহজ ক্যাচ।
এরপর ব্যাট করতে নামেন তিন নম্বরে পারগত সিংহ। কারির দ্বিতীয় বলেই ঘটল অদ্ভুত এক রান আউট। পারগত সোজা ব্যাটে খেলেন বলটি, সেটি গিয়ে লাগে বোলারের হাতে। তখন নন-স্ট্রাইকার প্রান্তে থাকা যুবরাজ শর্মা ছিলেন ক্রিজ ছেড়ে বেরিয়ে। বল সরাসরি স্টাম্পে লাগলে আউট হয়ে যান তিনিও।
এর ফলে ইনিংসের প্রথম দুই বলেই পরপর আউট হন দুই ওপেনার—আলি নাদিম ও যুবরাজ শর্মা। আন্তর্জাতিক ক্রিকেটের কোনো ফরম্যাটেই এমন ঘটনা আগে কখনও ঘটেনি।
এদিন ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় কানাডা। একপর্যায়ে মাত্র ১৮ রানে ৫ উইকেট হারিয়ে বসে তারা। তবে মিডল অর্ডার ও লোয়ার অর্ডারের দৃঢ়তায় শেষ পর্যন্ত তারা সংগ্রহ করে ১৮৪ রান (৪৮.১ ওভারে)। জবাবে স্কটল্যান্ড মাত্র ৩ উইকেট হারিয়ে ৪১.৫ ওভারে লক্ষ্যে পৌঁছে যায়।
বলে এবং ব্যাটে দাপট দেখানো স্কটল্যান্ড ম্যাচ জেতে ৭ উইকেটে।