সবচেয়ে ধনী বিসিসিআইয়ের কোষাগারে ২০,৬৮৬ কোটি

স্পোর্টস ডেস্ক
০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৫৭
শেয়ার :
সবচেয়ে ধনী বিসিসিআইয়ের কোষাগারে ২০,৬৮৬ কোটি

বিশ্ব ক্রিকেটে প্রভাবশালী হওয়ার পাশাপাশি অর্থনৈতিক দিক থেকেও শীর্ষে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আয় বাড়ছে প্রতিবছর, বাড়ছে কোষাগারের সঞ্চয়ও। সর্বশেষ হিসাব অনুযায়ী, গত পাঁচ অর্থবছরে বিসিসিআইয়ের মোট আয় বেড়েছে ১৪,৬২৭ কোটি রুপি। এই মুহূর্তে বোর্ডের কোষাগারে জমা রয়েছে প্রায় ২০,৬৮৬ কোটি রুপি।

আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভা (এজিএম)। সভার আগেই দেশের সব রাজ্য ক্রিকেট সংস্থার কাছে একটি আর্থিক বিবৃতি পাঠিয়েছে বোর্ড। সেখানেই উন্মোচন হয়েছে বোর্ডের এই বিপুল অর্থনৈতিক সাফল্যের চিত্র। ‘ক্রিকবাজ’-এর প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য সামনে এসেছে।

বোর্ডের হিসাব অনুযায়ী, ২০১৯ সালে রাজ্য সংস্থাগুলিকে অর্থ বিতরণের আগে বিসিসিআইয়ের কোষাগারে ছিল ৬,০৫৯ কোটি টাকা। ২০২৪ সালের শেষে সেই পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ২০,৬৮৬ কোটি টাকায়। অর্থাৎ ২০১৯ থেকে ২০২৪ সালের মধ্যে বেড়েছে ১৪,৬২৭ কোটি টাকা।

শুধু ২০২৩-২৪ অর্থবছরেই বিসিসিআইয়ের আয় বেড়েছে ৪,১৯৩ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় উল্লেখযোগ্য। এই আর্থিক প্রতিবেদনের মাধ্যমে বোর্ড নিশ্চিত করতে চায়, আর্থিক স্বচ্ছতার ক্ষেত্রে তারা সর্বোচ্চ মান বজায় রাখছে।

বিবৃতিতে জানানো হয়েছে, ২০২৩-২৪ অর্থবছরে বিসিসিআই আয়কর বাবদ পরিশোধ করেছে ৩,১৫০ কোটি টাকা। এ পরিমাণ কর প্রদান বোর্ডের আর্থিক সামর্থ্যের স্পষ্ট প্রমাণ।

যদিও বিসিসিআইয়ের আয়ের বড় অংশ আসে মিডিয়া স্বত্ব থেকে, তবে গত অর্থবছরে সেই খাত থেকে আয় কিছুটা কমেছে। ২০২২-২৩ অর্থবছরে বোর্ড আন্তর্জাতিক ম্যাচ আয়োজন ও বিশ্বকাপের কারণে মিডিয়া স্বত্ব থেকে আয় করেছিল ২,৫২৪ কোটি টাকা। সেখানে ২০২৩-২৪ অর্থবছরে এই আয় কমে দাঁড়ায় ৮১৩ কোটিতে। কারণ, গত বছরে ভারতের মাটিতে আন্তর্জাতিক ম্যাচের সংখ্যা তুলনামূলকভাবে কম ছিল।

বোর্ডের কর্মকর্তারা মনে করছেন, আগামী বছরগুলোতে আইপিএল সম্প্রচারের নতুন চুক্তি এবং আন্তর্জাতিক ম্যাচের সূচি বাড়ার ফলে আয়ের গ্রাফ আরও ঊর্ধ্বমুখী হবে। পাশাপাশি টেকসই আর্থিক পরিকল্পনা ও স্বচ্ছ হিসাব ব্যবস্থাপনার মাধ্যমে বোর্ড তাদের অবস্থান আরও দৃঢ় করতে চায়।