মেসিকে টপকে বিশ্বরেকর্ডের আরও কাছে রোনালদো

স্পোর্টস ডেস্ক
০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৩:২৩
শেয়ার :
মেসিকে টপকে বিশ্বরেকর্ডের আরও কাছে রোনালদো

বিশ্বকাপ বাছাইপর্বে দারুণ সূচনা করল পর্তুগাল। শনিবার রাতে খেলা একতরফা ম্যাচে আর্মেনিয়াকে ৫-০ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর দল। ম্যাচে জোড়া গোল করে ব্যক্তিগত এক অর্জনেও লিওনেল মেসিকে ছাড়িয়ে গেছেন পর্তুগাল অধিনায়ক।

এ ম্যাচের আগে বিশ্বকাপ বাছাইপর্বে মেসি ও রোনালদোর গোল ছিল সমান ৩৬টি করে। তবে আর্মেনিয়ার বিপক্ষে সিআর সেভেন প্রথম গোলেই এই সমতা ভেঙে দেন । পরে আরও একটি গোল করে নিজের বাছাইপর্বের গোলসংখ্যা ৩৮-এ নিয়ে যান। যেখানে মেসির ৩৬ গোল করতে লেগেছে ৭২ ম্যাচ, সেখানে রোনালদো করেছেন মাত্র ৪৮ ম্যাচে।

এখন রোনালদোর সামনে রয়েছে আরেকটি বড় মাইলফলক। বিশ্বকাপ বাছাই পর্বে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড এখন গুয়াতেমালার কিংবদন্তি কার্লোস রুইজের দখলে, যার গোলসংখ্যা ৩৯। রেকর্ড ছুঁতে রোনাল্ডোর প্রয়োজন মাত্র একটি গোল, আর ছাড়িয়ে যেতে দরকার দুইটি।

এদিন পর্তুগালের শুরুটা ছিল দুর্দান্ত। ম্যাচের ১০ মিনিটেই জোয়াও ফেলিক্সের গোলে এগিয়ে যায় স্বাগতিক দল। এরপর ২১ মিনিটে নিজের প্রথম গোল করেন রোনাল্ডো, যা তাকে টপকে দেয় মেসিকে। ৩২ মিনিটে ব্যবধান ৩-০ করেন জোয়াও ক্যানসেলো।

প্রথমার্ধেই ৩-০ গোলের লিড নিয়ে মাঠ ছাড়ে পর্তুগাল। দ্বিতীয়ার্ধে ফিরে আরও আগ্রাসী খেলে রোনাল্ডোরা। ৪৬ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে স্কোরলাইন ৪-০ করেন সিআর সেভেন। শেষ গোলটি আসে ৬১ মিনিটে, আবারও ফেলিক্সের পা থেকে।

পুরো ম্যাচ জুড়েই আর্মেনিয়াকে কোনো সুযোগ না দিয়ে আধিপত্য ধরে রাখে পর্তুগাল। রোনাল্ডো ছিলেন অনবদ্য, তার নেতৃত্বে আত্মবিশ্বাসী ফুটবল উপহার দেয় পুরো দল।

বিশ্বকাপ বাছাইপর্বের অন্য এক ম্যাচে অ্যান্ডোরাকে ২-০ গোলে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট অর্জন করেছে ইংল্যান্ড। ম্যাচের ২৫ মিনিটে অ্যান্ডোরার ক্রিস্টিয়ান গঞ্জালেস আত্মঘাতী গোল করলে এগিয়ে যায় ইংলিশরা। এরপর ৬৭ মিনিটে দ্বিতীয় গোলটি করেন ডেক্লান রাইস। এই জয়ে চার ম্যাচ শেষে ইংল্যান্ডের সংগ্রহ দাঁড়াল ১২ পয়েন্টে।