কাউকে জবাব দেওয়ার কিছু নেই: দেশ ছাড়ার আগে জাকের
এশিয়া কাপ ২০২৫-কে সামনে রেখে আজ রবিবার সকালে দেশ ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দলের একাংশ। ১৩ সদস্যের এই বহরে রয়েছেন ক্রিকেটার জাকের আলি অনিকসহ দলের কয়েকজন গুরুত্বপূর্ণ সদস্য। সকাল ১০টা ১৫ মিনিটে ঢাকা ছাড়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এই ব্যাটার।
জাকের জানান, আসন্ন টুর্নামেন্টের আগে ফিটনেস ট্রেনিং থেকে শুরু করে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ পর্যন্ত দলের প্রস্তুতি ছিল অত্যন্ত ইতিবাচক ও গঠনমূলক। তার ভাষায়, ‘ফিটনেস থেকে শুরু করে শেষ সিরিজ পর্যন্ত আমরা ধারাবাহিকভাবে কাজ করেছি। ড্রেসিংরুমের পরিবেশ ছিল দারুণ। সব মিলিয়ে আমরা এশিয়া কাপে ভালো কিছু করার জন্য তৈরি।’
বড় টুর্নামেন্টে খেলতে নামলে মানসিক চাপের বিষয়টি স্বাভাবিক হলেও, জাকের মনে করেন প্রতিটি ম্যাচই সমান গুরুত্বের। তিনি বলেন, ‘বড় হোক বা ছোট—প্রতিটি ম্যাচ একই মানসিকতা নিয়ে খেলতে চাই আমরা। দল হিসেবে আমাদের লক্ষ্য একটাই—নিজেদের মৌলিক খেলায় মনোযোগ দেওয়া।’
টি-টোয়েন্টিতে দলের ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন থাকলেও, সমালোচনার জবাব নয় বরং সেরা পারফরম্যান্স উপহার দেওয়াই মূল লক্ষ্য বলে জানালেন জাকের, ‘কাউকে জবাব দেওয়ার কিছু নেই। আমরা আমাদের ক্রিকেট খেলব, আমাদের সামর্থ্য অনুযায়ী সেরা পারফরম্যান্স দেওয়ার চেষ্টা করব’-যোগ করেন তিনি।
এশিয়া কাপ শুরু হবে আগামী ৯ সেপ্টেম্বর, চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে ১১ সেপ্টেম্বর, প্রতিপক্ষ হংকং। ‘বি’ গ্রুপে বাংলাদেশের বাকি দুই প্রতিপক্ষ আফগানিস্তান ও শ্রীলংকা।
টুর্নামেন্টের ১৯টি ম্যাচের মধ্যে ১১টি অনুষ্ঠিত হবে দুবাইয়ে, আর বাকি আটটি ম্যাচ হবে আবুধাবিতে। উদ্বোধনী ম্যাচ হবে আবুধাবিতে, আর ফাইনাল অনুষ্ঠিত হবে দুবাইয়ের বিখ্যাত আন্তর্জাতিক স্টেডিয়ামে।