টানা দ্বিতীয়বার ইউএস ওপেনের মুকুট সাবালেঙ্কার

স্পোর্টস ডেস্ক
০৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১
শেয়ার :
টানা দ্বিতীয়বার ইউএস ওপেনের মুকুট সাবালেঙ্কার

আরিনা সাবালেঙ্কা ফের ইউএস ওপেন শিরোপা জয়ী। ছবি: সংগৃহীত

নিউইয়র্কের ফ্লাশিং মিডোসে অনুষ্ঠিত ইউএস ওপেন ২০২৫-এর নারীদের একক চূড়ান্ত পর্বে বিশ্বের এক নম্বর টেনিস তারকা আরিনা সাবালেঙ্কা জয়ী হয়েছেন। তিনি যুক্তরাষ্ট্রের আমান্ডা অ্যানিসিমোভাকে পরাজিত করে শিরোপা ধরে রাখেন। 

শেষ ফলাফল: প্রথম সেট ৬-৩, দ্বিতীয় সেট টাই-ব্রেকে ৭-৬।

সাবালেঙ্কা পুরো ম্যাচে স্থির মান বজায় রেখেছিলেন। জয় নিশ্চিত হওয়ার পর আবেগে ভেসে তিনি হাঁটু গেড়ে বসেন। এ বছর তিনি ইতোমধ্যেই দুটি গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে পরাজয় বরণ করেছিলেন।

ম্যাচে কিছু উত্তেজনাপূর্ণ মুহূর্তও ছিল। সাবালেঙ্কা ৫-৪ এ গিয়ে ম্যাচ শেষ করতে ব্যর্থ হন, তবে পরে টাইব্রেকে নিজের আধিপত্য দেখিয়ে তৃতীয় চ্যাম্পিয়ন পয়েন্টে জয় নিশ্চিত করেন।

২৭ বছর বয়সী সাবালেঙ্কা এই মৌসুমে সবচেয়ে আধিপত্যশীল খেলোয়াড় হিসেবে পরিচিত, যদিও বড় টুর্নামেন্টের শেষ পর্বে তার মানসিক স্থিতিশীলতা নিয়ে প্রশ্ন উঠেছিল। ফাইনালে সাবালেঙ্কা সেই সমালোচকদের জবাব দেন এবং চতুর্থ বড় শিরোপা অর্জন করেন।

অন্যদিকে, ২৪ বছর বয়সী আমান্ডা অ্যানিসিমোভা প্রথম ফাইনালের চেয়ে ভালো খেলার চেষ্টা করেছেন। তবে শেষ পর্যন্ত তিনি জয়ী হতে পারেননি এবং ম্যাচ হেরে চোখে জল নিয়ে মাঠ ত্যাগ করেন।

এই জয়ে সাবালেঙ্কা টানা দ্বিতীয়বার ইউএস ওপেনের শিরোপা জিতলেন। এর আগে ২০১৪ সালে সেরেনা উইলিয়ামস টানা দুইবার এ আসরে চ্যাম্পিয়ন হওয়ার নজির গড়েছিলেন। বিশ্বের এক নম্বর তারকা সাবালেঙ্কার ক্যারিয়ারের এটি চতুর্থ গ্র্যান্ড স্ল্যাম শিরোপা। চারটিই এসেছে হার্ড কোর্টে- দুটি অস্ট্রেলিয়ান ওপেন ও দুটি ইউএস ওপেন।

ম্যাচ শেষে আবেগঘন কণ্ঠে সাবালেঙ্কা বলেন, ‘আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই যারা এখানে এসেছেন, যারা দূর থেকে উড়ে এসে আমার বক্সে ছিলেন। আমি আরও অনেক ফাইনালে খেলতে চাই। সেইসঙ্গে চাইব তোমরা যেখানেই থাক না কেন, আমার পাশে থেকো।’