বাংলাদেশ-নেপালের প্রথম প্রীতি ম্যাচ গোলশূন্য ড্র
বাংলাদেশ ও নেপালের দুই প্রীতি ম্যাচের প্রথমটি গোলশূন্য ড্র হয়েছে। আজ শনিবার বিকেলে নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়।
শুরু থেকে নেপালিরা আক্রমণে ছিল। ম্যাচের ৯ মিনিটে প্রথম বাংলাদেশ প্রথম কাউন্টার অ্যাটাকে যায় এবং কর্নার জেতেন রাকিব।
কর্নার থেকে ১০ মিনিটে বল জালে জড়ায় বাংলাদেশ। তবে রেফারি অফসাইড ঘোষণা করায় তা কারণে গোল হয়নি।
ম্যাচের ২২ মিনিটে বাংলাদেশ কর্নার পায়। ২৪ মিনিটে তৃতীয় কর্নার কিক পায় বাংলাদেশ।
৩০ মিনিটে বাংলাদেশের গোলরক্ষক সুজন সেভ করেন। ফ্রি কিক থেকে নেপালের অনন্ত তামাংয়ের হেড, কোনো মতে সুজন সেভ করেন। যদিও এটি অফসাইড ছিল।
৩৪ মিনিটে সাদ দেখেছেন হলুদ কার্ড। ফ্রি কিক পায় নেপাল। মানি কুমার লামা ফ্রি কিক নে, তবে বল লুফে নেন সুজন। ৩৯ মিনিটে সুমনে রেজার শট বার পোস্টের ওপর দিয়ে চলে যায়।
খেলার দ্বিতীয়ার্ধ্ব শুরু করার আগে ইব্রাহিমকে তুলে শাহরিয়ার ইমনকে নামায় বাংলাদেশ। ৫১ মিনিটে নেপালের আক্রমণ গোলের সম্ভাবনা তৈরি। মাঝে একাধিকবার বাংলাদেশের বুকে কাঁপন ধরিয়েছে নেপাল।
৬৪ মিনিটে ডাবল পরিবর্তন। সাদের জায়গায় তাজ, জামালের পরিবর্তে কাজেম। ম্যাচের ৬৮ মিনিটে জিলেস্পির দূরপাল্লার সরাসরি শট, তবে সেভ করেন সুজন।
৭৬ মিনিটের তাজের দূরপাল্লার শট কোনোমতে বল আটকায় নেপালি গোলরক্ষক কিরণ চেমজং। ৭৭ মিনিটে বাংলদেশের এক পরিবর্তন সুমন রেজাকে উঠিয়ে আরিফ হোসেন।
৮৬ বাংলাদেশের আরও এক পরিবর্তন হৃদয়কে উঠিয়ে নামানো হয় সোহেল রানাকে। তবে শেষ পর্যন্ত গোলের দেখা পায়নি বাংলাদেশ। গোলের দেখা পায়নি নেপালও।