সাইকেল থেকে পড়ে হাসপাতালে পিএসজি কোচ এনরিকে
সাইকেল চালানো লুইস এনরিকের অন্যতম প্রিয় শখ। এমনকি ২০২২ বিশ্বকাপের দল ঘোষণাও তিনি করেছিলেন সাইকেল চালাতে চালাতেই। তবে এবার সেই সাইকেলই হয়ে উঠেছে তার জন্য দুর্ভাগ্য। এক দুর্ঘটনায় গুরুতর চোট পেয়ে এখন হাসপাতালে ভর্তি প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) স্প্যানিশ কোচ।
শুক্রবার সাইকেল চালানোর সময় হঠাৎ পড়ে গিয়ে আঘাত পান এনরিকে। হাসপাতালে নেওয়ার পর এক্স-রেতে ধরা পড়ে, তার কলারবোন ভেঙে গেছে। যদিও বড় ধরনের বিপদের শঙ্কা নেই, তবে অস্ত্রোপচার করাতে হবে তাকে।
পিএসজির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, ‘শুক্রবার সাইকেল চালানোর সময় দুর্ঘটনায় আহত হন কোচ লুইস এনরিকে। তার কলারবোন ভেঙে গেছে এবং অস্ত্রোপচার প্রয়োজন। ক্লাব তার পাশে রয়েছে এবং দ্রুত আরোগ্য কামনা করছে।’
এনরিকে কীভাবে পড়ে গেছেন, তা নিয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি—তিনি নিজেই নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেছেন, না কি বাইরের কোনো সংঘর্ষ ছিল, সেটা স্পষ্ট নয়। তবে সাইক্লিং তার দীর্ঘদিনের অভ্যাস, শুধু শখ নয়, প্রতিযোগিতাতেও অংশ নিয়েছেন তিনি। গত বছরই দক্ষিণ আফ্রিকায় একটি সাইক্লিং ইভেন্টে অংশ নিয়েছিলেন, যেখানে আট দিনে প্রায় ৭০০ কিলোমিটার পথ পাড়ি দেন।
এনরিকের দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ফুটবল ভক্ত ও সমর্থকরা সামাজিক যোগাযোগমাধ্যমে তার দ্রুত সুস্থতা কামনা করেছেন। কেউ লিখেছেন, ‘শিগগির সুস্থ হয়ে ফিরে আসুন, কোচ।’ আরেকজন লিখেছেন, “স্পিডি রিকভারি এনরিকে!”
আন্তর্জাতিক বিরতির পর আগামী ১৪ সেপ্টেম্বর লিগ ওয়ানের ম্যাচে লাঁসের বিপক্ষে মাঠে নামবে পিএসজি। এরপর ১৮ সেপ্টেম্বর আতালান্তার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে নিজেদের অভিযান শুরু করবে দলটি। এনরিকের চোটের কারণে এসব গুরুত্বপূর্ণ ম্যাচে ডাগআউটে তাকে দেখা যাবে কি না, সেটা এখন বড় প্রশ্ন।