আরও তিন দেশের বিশ্বকাপে জায়গা পাকা, মোট যোগ্য দল ১৬

স্পোর্টস ডেস্ক
০৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৭
শেয়ার :
আরও তিন দেশের বিশ্বকাপে জায়গা পাকা, মোট যোগ্য দল ১৬

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের জন্য ধাপে ধাপে চূড়ান্ত রূপ নিচ্ছে অংশগ্রহণকারী দেশগুলোর তালিকা। আয়োজক দেশসহ ইতোমধ্যেই ১৬টি দল নিশ্চিত করেছে তাদের জায়গা। বৃহস্পতিবার রাতে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে নতুন করে বিশ্বকাপ নিশ্চিত করেছে উরুগুয়ে, কলম্বিয়া এবং প্যারাগুয়ে।

আর্জেন্টাইন কোচ মার্সেলো বিয়েলসার অধীনে দুর্দান্ত সময় কাটাচ্ছে উরুগুয়ে। মন্টেভিডিওর সেন্টেনারিও স্টেডিয়ামে পেরুকে ৩-০ গোলে হারিয়ে চূড়ান্ত পর্বের টিকিট নিশ্চিত করে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।

কলম্বিয়া অনায়াসে ৩-০ ব্যবধানে হারিয়েছে বলিভিয়াকে। এই জয়ের মাধ্যমে তারা নিশ্চিত করেছে সরাসরি বিশ্বকাপ খেলা।

এক পয়েন্ট পেলেই বিশ্বকাপ নিশ্চিত হতো প্যারাগুয়ের। ঠিক সেটাই করল তারা—ইকুয়েডরের বিপক্ষে গোলশূন্য ড্র করে সরাসরি বিশ্বকাপ নিশ্চিত করেছে দলটি।

এখন পর্যন্ত দক্ষিণ আমেরিকা থেকে পাঁচটি দল নিশ্চিত করেছে বিশ্বকাপের জায়গা: আর্জেন্টিনা, ব্রাজিল, উরুগুয়ে, কলম্বিয়া ও প্যারাগুয়ে। অতিরিক্ত একটি দল প্লে-অফের মাধ্যমে জায়গা করে নিতে পারবে।

বিশ্বকাপ নিশ্চিত করা ১৬টি দেশ

এখন পর্যন্ত ২০২৬ বিশ্বকাপে জায়গা নিশ্চিত করা দেশগুলো হলো:

আয়োজক দেশ: যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো।

এশিয়া অঞ্চল:

জাপান

দক্ষিণ কোরিয়া

ইরান

জর্ডান

অস্ট্রেলিয়া

উজবেকিস্তান

ওশেনিয়া অঞ্চল:

নিউজিল্যান্ড

দক্ষিণ আমেরিকা অঞ্চল:

আর্জেন্টিনা

ব্রাজিল

ইকুয়েডর

উরুগুয়ে

কলম্বিয়া

প্যারাগুয়ে