ওলিসে-এমবাপ্পের গোলে ফ্রান্সের জয়

স্পোর্টস ডেস্ক
০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৯
শেয়ার :
ওলিসে-এমবাপ্পের গোলে ফ্রান্সের জয়

ম্যাচের শুরুতেই গোল করে এগিয়ে গেল ফ্রান্স। তবে এরপর বেশ কিছু সময় গোলের জন্য অপেক্ষায় থাকতে হয়েছিল ফ্রান্সকে। তবে শেষদিকে কিলিয়ান এমবাপ্পের চমৎকার এক গোল সব অনিশ্চয়তা কাটিয়ে ২-০ গোলের জয় নিশ্চিত করে দেন তিনি।

শুক্রবার রাতে পোল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইপর্বের ‘ডি’ গ্রুপের এই ম্যাচে ইউক্রেনের বিপক্ষে জয় পেয়েছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ফ্রান্সের প্রথম গোলটি করেন মাইকেল ওলিসে।

ম্যাচে ফ্রান্স বল দখলে ছিল বেশ সক্রিয়—৫৬ শতাংশ সময় বল ছিল তাদের নিয়ন্ত্রণে। ১৬টি শটের মধ্যে ৬টি লক্ষ্যে ছিল। অন্যদিকে, ইউক্রেন নেয় ৮টি শট, যার ৩টি ছিল লক্ষ্যে।

দশম মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন ওলিসে। বার্কোলার পাস থেকে বক্সে জায়গা তৈরি করে বাঁ পায়ে নিচু শটে বল জালে জড়ান এই তরুণ উইঙ্গার। চলতি মৌসুমে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে এটি ছিল তার পঞ্চম গোল।

এরপরও একাধিক সুযোগ পেয়েছিল ফ্রান্স। ওলিসে ও দিজিরে দুয়ে দুটি ভালো শট নেন, তবে ইউক্রেনের গোলরক্ষক সফলভাবে রক্ষা করেন। এমবাপ্পে একটি শট নেন, তবে তা ছিল লক্ষ্যভ্রষ্ট।

দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামা উসমান দেম্বেলেও গোলের সুযোগ পান, কিন্তু তার শটও ঠেকিয়ে দেন ইউক্রেন গোলরক্ষক।

৬৫তম মিনিটে ইউক্রেইন ছিল গোলের একেবারে দ্বারপ্রান্তে, কিন্তু ইব্রাহিমা কোনাতে গোললাইন থেকে দুর্দান্ত হেডে বল ক্লিয়ার করে দলকে বাঁচান। ঠিক পরের মিনিটে পোস্টে লেগে ফিরে আসে ইয়াবার্নির হেড।

৮২তম মিনিটে মাঝমাঠ থেকে অহেলিয়া চুয়ামেনির পাস ধরে, প্রতিপক্ষকে কাটিয়ে বক্সে ঢুকে নিচু শটে গোল করেন এমবাপ্পে। এই গোলের মাধ্যমে থিয়েরি অঁরির পাশে বসেন তিনি—দুজনেরই আন্তর্জাতিক গোলসংখ্যা এখন ৫১টি। ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতা অলিভিয়ে জিরু, যার গোল ৫৭টি।

নির্ধারিত সময়ের শেষ দিকে আরেকটি সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হন এমবাপ্পে। ওয়ান-অন-ওয়ানে চিপ শটে বল তুলে দেন গোলরক্ষকের হাতে, ফলে অঁরিকে পেছনে ফেলার সুযোগ হাতছাড়া হয়।

একই সময়ে গ্রুপের আরেক ম্যাচে আজারবাইজানকে ৫-০ গোলে হারিয়েছে আইসল্যান্ড।

ফ্রান্স তাদের পরবর্তী ম্যাচে আগামী মঙ্গলবার ঘরের মাঠে মুখোমুখি হবে আইসল্যান্ডের। ইউক্রেন একই দিনে খেলবে আজারবাইজানের বিপক্ষে।