আমাদেরকে জেনেবুঝে সিদ্ধান্ত নিতে হবে : ডা. শফিকুর রহমান
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ভবিষ্যতের কথা চিন্তা করে আমাদেরকে জেনেবুঝে সিদ্ধান্ত নিতে হবে। এ সময় যারা অতীতে রাষ্ট্রের সম্পদ লুণ্ঠন করে অর্থবিত্তের পাহাড় গড়েছেন, তাদের হাতে ক্ষমতার চাবি তুলে না দিতে জনগণের প্রতি তিনি আহ্বান জানান। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর ইব্রাহিমপুরে কাফরুল থানা দক্ষিণ আয়োজিত ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ডা. শফিক বলেন, আমরা দেশে ইতিবাচক ধারার রাজনীতি ফিরিয়ে আনার বিরামহীন সংগ্রাম চালিয়ে যাচ্ছি। আমরা এমন একটি সমাজ উপহার দিতে চাই, যেখানে সব মানুষের
আরও পড়ুন:
একে আবদুল মোমেন, পররাষ্ট্রমন্ত্রী
অধিকারের নিশ্চয়তা থাকবে। রাষ্ট্র কারও সঙ্গে কোনোভাবেই বৈষম্যমূলক আচরণ করবে না। দেশ হবে দুর্নীতি, দুঃশাসন ও অপশাসন মুক্ত। তিনি বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে আমাদের জন্য অপার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। কিন্তু শঙ্কাটাও পুরোপুরি কেটে যায়নি। তাই আমাদেরকে খুবই সন্তর্পণে অগ্রসর হতে হবে।
রাজনীতিতে মূল্যবোধের চর্চার প্রসঙ্গ তুলে জামায়াত আমির বলেন, আমরা এমন এক ইনসাফপূর্ণ নতুন বাংলাদেশ গড়তে চাই, যেখানে সবাই ভয় ও শঙ্কামুক্ত থাকবেন। অতীতে যারা ক্ষমতায় ছিল, তারা জনগণকে এমন পরিবেশ উপহার দিতে পারেনি। তাই ভবিষ্যতের কথা চিন্তা করে আমাদেরকে জেনেবুঝে আগামীর বাংলাদেশের জন্য সিদ্ধান্ত নিতে হবে। তিনি বলেন, দেশীয় চিকিৎসায় যাতে সাধারণ মানুষ আস্থা রাখেন এবং চিকিৎসরাও নিজেদের প্রতি আস্থা ফিরে পান, সে জন্যই আমি দেশেই চিকিৎসা নিয়েছি। থানা আমির অধ্যাপক আনোয়ারুল করিমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আমির আব্দুর রহমান মূসা।
আরও পড়ুন:
পাল্টে যেতে পারে আন্দোলনের ধরন