পরের বিশ্বকাপে খেলবেন মেসি?
ঘরের মাঠে শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ, আর নামটি যখন আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসির তাই মুহূর্তটাও বিশেষ। ভেনেজুয়েলার বিপক্ষে আজ শুক্রবার বুয়েন্স এইরেসে মেসির ম্যাচকে ঘিরে ছিল বাড়তি উত্তেজনা-উন্মাদনা। সেই বিশেষ মুহূর্তও মেসি রাঙিয়ে রাখলেন রঙ তুলির আঁচড়ে। জোড়া গোল করে দলকে জেতালেন।
এতদিন সব কিছু সম্ভাব্যের মোড়কে থাকলেও মাঠে মেসি ঘোষণা দিলেন, ঘরের মাঠে এটাই ছিল তার বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচ। ম্যাচ শেষে মেসি জানান, দেশের সমর্থকদের সামনে এভাবে শেষ করতে পারাটা ছিল তার ‘চিরকালের স্বপ্ন।’ এস্তাদিও মনুমেন্টালে ভেনিজুয়েলাকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপ বাছাইপর্বে জয় পেয়েছে আর্জেন্টিনা।
দুর্দান্ত পারফরম্যান্সে আর্জেন্টিনাকে ৩-০ গোলের জয় এনে দেন মেসি। আরেকটি গোল করেছেন লাউতারো মার্টিনেজ। তবে দেশের মাটিতে তার শেষ আনুষ্ঠানিক ম্যাচের পর আগামী গ্রীষ্মে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় হতে যাওয়া বিশ্বকাপে খেলা নিয়ে প্রশ্ন করা হলে মেসি ধোঁয়াশা রেখে বলেছেন, ‘দেখা যাবে।’
ম্যাচের পর ৮বারের ব্যালন ডি’অর জয়ী বলেছেন, ‘অনেক আবেগ রয়েছে, এই মাঠে আমি অসংখ্য মুহূর্ত কাটিয়েছি। আর্জেন্টিনায় নিজের মানুষদের সঙ্গে খেলা সবসময়ই আনন্দের। আমরা বহু বছর ধরে প্রতিটি ম্যাচ উপভোগ করেছি। আমি ভীষণ খুশি; এখানে এভাবে শেষ করতে পারা ছিল আমার চিরকালের স্বপ্ন।'
আর্জেন্টিনার ক্রীড়া চ্যানেল টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে ৩৮ বছর বয়সী এই মহাতারকা বলেন, ‘আগেও বলেছি, আমার মনে হয় না আরেকটা বিশ্বকাপে খেলব। আমার বয়সে এটা ভাবা স্বাভাবিক। দিনকে দিন নিজেকে ভালো রাখার চেষ্টা করি এবং নিজের প্রতি সৎ থাকি। যখন ভালো লাগছে, তখন উপভোগ করি। কিন্তু যখন শরীর ঠিকঠাক থাকে না, তখন সত্যি বলতে ভালো লাগে না, আর তখন থাকতেও ইচ্ছা করে না। তাই এখনই কিছু বলতে পারছি না।