নাফ নদ থেকে যুবকের মরদেহ উদ্ধার

টেকনাফ প্রতিনিধি
০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৫৫
শেয়ার :
নাফ নদ থেকে যুবকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের টেকনাফে নাফ নদ থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

আজ ‎বৃহস্পতিবার সকালে টেকনাফ উপজেলার হ্নীলা দমদমিয়া বিআইডব্লিউ ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ‎বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ নৌ-পুলিশের ইনচার্জ আতিকুল হক।

‎‎তিনি বলেন, ‘আজ বৃহস্পতিবার সকালে খবর পেয়ে নাফ নদের বিআইডব্লিউ ঘাট এলাকা থেকে ভাসমান অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার ব্যক্তির আনুমানিক বয়স (৩৫)।’

‎ আতিকুল হক আরও বলেন, ‘উদ্ধারকৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’