হান্ড্রেড মাতিয়ে ফের ইংল্যান্ড টি-টোয়েন্টি দলে কক্স

স্পোর্টস ডেস্ক
০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৫:১১
শেয়ার :
হান্ড্রেড মাতিয়ে ফের ইংল্যান্ড টি-টোয়েন্টি দলে কক্স

দা হান্ড্রেড ২০২৫ আসরে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে ইংল্যান্ডের টি-টোয়েন্টি দলে ফিরলেন জর্ডান কক্স। ২৪ বছর বয়সী এই উইকেটকিপার-ব্যাটারকে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে অন্তর্ভুক্ত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

কক্স সম্প্রতি ওভাল ইনভিন্সিবলসের হয়ে দারুণ এক মৌসুম কাটিয়েছেন। দলকে টানা তৃতীয় শিরোপা জয়ে টুর্নামেন্টসেরা পারফরমার হিসেবে বড় ভূমিকা রাখেন তিনি। আসরে ৬১.১৬ গড় ও ১৭৩.৯৩ স্ট্রাইক রেটে ৩৬৭ রান করেন।

গত রবিবার লর্ডসে অনুষ্ঠিত ফাইনালে, ট্রেন্ট রকেটসের বিপক্ষে কক্স খেলেন ২৮ বলে ৪০ রানের ঝড়ো ইনিংস, যা দলের ২৬ রানের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

দ্য হান্ড্রেডে সাফল্যের পর কক্স জানান, জাতীয় দলে ফেরার জন্য তিনি লড়াই চালিয়ে যাবেন। দীর্ঘদিন ধরেই তিনি ইংল্যান্ডের বিবেচনায় থাকলেও, একের পর এক চোট ও দুর্ভাগ্যের কারণে সুযোগ হাতছাড়া হয়েছে।

একসময় নিউজিল্যান্ড সফরে টেস্ট অভিষেকের দোরগোড়ায় দাঁড়িয়েও আঙুল ভেঙে ছিটকে যান তিনি। এরপর মৌসুমের শুরুতে এসেক্সের হয়ে সেঞ্চুরি করার সময় পড়েন সাইড স্ট্রেইনের শিকার।

ইংল্যান্ডের হয়ে কক্স এখন পর্যন্ত খেলেছেন মাত্র ২টি টি-টোয়েন্টি ও ৩টি ওয়ানডে। তবে আন্তর্জাতিক মঞ্চে নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। গত বছরের সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে করেন ১৭ ও ০ রান। এরপর ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ওয়ানডেতে তার রান ১৭, ৪ ও ১।

তবে আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজটি কক্সের জন্য হতে পারে পুনরুত্থানের মঞ্চ।

এই সিরিজে ইংল্যান্ড মাঠে নামাবে দ্বিতীয় সারির স্কোয়াড। কারণ নিয়মিত অনেক খেলোয়াড়ই বিশ্রামে বা অন্যান্য ব্যস্ততায় রয়েছেন। দলকে নেতৃত্ব দেবেন ২১ বছর বয়সী জ্যাকব বেথেল।

আগামী ১৭, ১৯ ও ২১ সেপ্টেম্বর ডাবলিনে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ইংল্যান্ড। ইতোমধ্যেই ঘোষিত দলে শেষ মুহূর্তে যুক্ত করা হয়েছে জর্ডান কক্সকে।