বাংলাদেশের ঝড়ো শুরুর পর বৃষ্টিতে খেলা বন্ধ

স্পোর্টস ডেস্ক
০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৫১
শেয়ার :
বাংলাদেশের ঝড়ো শুরুর পর বৃষ্টিতে খেলা বন্ধ

নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে প্রথমে ব্যাট করতে নামা টাইগাররা ঝড়ো শুরু পেয়েছে। তবে বৃষ্টির কারণে আপাতত খেলা বন্ধ রয়েছে।

এদিন উদ্বোধনী জুটিতে ব্যাটিং করতে নামেন সাইফ হাসান ও লিটন দাস। তারা ৩.১ ওভারে ৩৯ রান তোলেন। তবে কাইল ক্লাইনের বলে ব্যক্তিগত ১২ রানে বোল্ড হন সাইফ। সবশেষ বৃষ্টির নামার আগ পর্যন্ত ৪.১ ওভারে ৬০ রান তুলেছে বাংলাদেশ। অধিনায়ক লিটন ১৬ বলে ৪২ রানে অপরাজিত আছেন।

আজ বুধবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলছে বাংলাদেশ ও নেদারল্যান্ডস। সন্ধ্যা ৬টায় শুরু হয় ম্যাচটি। যেখানে টস জিতে টাইগারদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস।

এর আগে প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যে সিরিজ নিজেদের করে নিয়েছেন লিটন দাসরা। স্বাগতিকদের সামনে আজ ডাচদের প্রথমবারের মতো হোয়াইটওয়াশ করার সুযোগ।

সিরিজ ঘরে তোলায় আজ ৫ পরিবর্তন এসেছে বাংলাদেশের একাদশে। শামীম হোসেন, নুরুল হাসান, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন ও শরীফুল ইসলাম দলে ঢুকেছেন। তাদের জায়গা করে দিতে দুই ওপেনার তানজিদ হাসান ও পারভেজ হোসেন, অলরাউন্ডার মেহেদী হাসান ও দুই পেসার তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান সরে গেছেন।

বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান, জাকের আলী, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিম হাসান, নাসুম আহমেদ ও শরীফুল ইসলাম।

নেদারল্যান্ডসের একাদশ: ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিৎ সিং, তেজা নিদামানুরু, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), শারিজ আহমেদ, নোয়াহ ক্রস, টিম প্রিঙ্গল, কাইল ক্লাইন, আরিয়ান দত্ত, পল ফন মিকেরেন ও ড্যানিয়েল ডোরাম।