ম্যানসিটি ছেড়ে গ্যালাতাসারাইয়ে গুন্দোয়ান
২০১৬ সালে পেপ গার্দিওলা ম্যানচেস্টার সিটির দায়িত্ব নেয়ার পর তার প্রথম সই করা ফুটবলার ছিলেন ইলকায় গুন্দোয়ান। দীর্ঘ দুই মেয়াদ ও মোট আট মৌসুম কাটানোর পর গতকাল ৩৪ বছর বয়সী এই মিডফিল্ডার ফ্রি এজেন্ট হিসেবে ক্লাব ছাড়লেন এবং নতুন গন্তব্য হিসেবে তুরস্কের ক্লাব গ্যালাতাসারাই যোগ দেন। দুই ক্লাবই এই রদবদল নিশ্চিত করেছে।
গ্যালাতাসারাইয়ের সঙ্গে গুন্দোয়ানের নতুন চুক্তির মেয়াদ নির্ধারিত হয়েছে ২০২৬-২৭ মৌসুম শেষ পর্যন্ত। যদিও সিটির সঙ্গে তার বিদ্যমান চুক্তি ছিল আরও এক বছর, কিন্তু নিজের ইচ্ছায় ক্লাব তাকে ছাড়ার সিদ্ধান্ত নেয়। এর আগে সিটির জার্সি গায়ে সাত বছর কাটানোর পর ২০২৩ সালে ফ্রি এজেন্ট হিসেবে বার্সেলোনায় যোগ দেন গুন্দোয়ান। তবে এক বছর পর আবার সিটিতে ফেরেন, গত মৌসুমে মোট ৫৪ ম্যাচে মাঠে নেমে দলের সাফল্যে অবদান রাখেন।
ম্যানচেস্টার সিটির হয়ে ইলকায় গুন্দোয়ান খেলেছেন ৩৫৮ ম্যাচ, করেছেন ৬৫ গোল এবং জিতেছেন মোট ১৪টি শিরোপা। বিশেষ করে ২০২২-২৩ মৌসুমে অধিনায়ক হিসেবে দলের ‘ট্রেবল’ জয় তার ক্যারিয়ারের সোনালী অধ্যায়।
তবে দ্বিতীয় মেয়াদে তিনি প্রথম মেয়াদের মতো প্রভাবশালী ভূমিকা রাখতে পারেননি। গত মৌসুমে সিটি প্রিমিয়ার লিগে তৃতীয় স্থান অর্জন করলেও, এ মৌসুমের শুরুতেই প্রথম তিন ম্যাচে মাঠে নামার সুযোগ পাননি তিনি এবং টটেনহামের বিপক্ষে ২-০ গোলে হারের ম্যাচেও স্কোয়াডে ছিলেন না।
বিদায়ের সময় গুন্দোয়ান বলেন, ‘ম্যানচেস্টার সিটি আমার হৃদয়ের খুব কাছের ক্লাব। এখানে কাটানো সময়, অর্জিত সাফল্য ও স্মৃতিগুলো আমার জীবনের অমূল্য সম্পদ। প্রিমিয়ার লিগ এবং এফএ কাপ জয় আমার জন্য স্মরণীয় মুহূর্ত, কিন্তু বিশেষ করে ইস্তাম্বুলে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতা সেই স্মৃতি চিরকাল আমার মনে থাকবে।’
জার্মানির গেলসেরকিনচেনে তুর্কি বংশোদ্ভূত পরিবারে জন্ম নেওয়া গুন্দোয়ানকে বিদায় জানিয়ে সিটির ফুটবল পরিচালক হুগো ভিয়ানা বলেন, ‘ইলকায় গুন্দোয়ান ম্যানচেস্টার সিটির সাফল্যের অন্যতম ভিত্তি। তার অবদান আমাদের কাছে চিরস্মরণীয় থাকবে।’
এদিকে, গ্যালাতাসারাই কর্তৃপক্ষ জানিয়েছে, ‘গুন্দোয়ানের সঙ্গে ২০২৬-২৭ মৌসুম পর্যন্ত চুক্তি সম্পন্ন হয়েছে। আমরা তার অভিজ্ঞতা ও নেতৃত্বের মাধ্যমে আমাদের দলকে আরও শক্তিশালী করতে চাই।’