নেপালে বাংলাদেশ দলে থাকছেন না হামজা

স্পোর্টস ডেস্ক
০২ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৪৭
শেয়ার :
নেপালে বাংলাদেশ দলে থাকছেন না হামজা

বাংলাদেশ ফুটবল দলের তারকা মিডফিল্ডার হামজা চৌধুরী সেপ্টেম্বরে নেপালের বিপক্ষে অংশ নেবেন না। এ তথ্য আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

আগামী ৬ এবং ৯ সেপ্টেম্বর কাঠমান্ডুতে দুইটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবেন তপু বর্মণরা। যদিও হামজার অনুপস্থিতির খবর গতকাল থেকেই আলোচনায় ছিল। তার চোট এবং ক্লাব লেস্টার সিটির শিডিউল মিলিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ বিকেলে জাতীয় দলের ম্যানেজার আমের খান উপস্থিত ছিলেন বাফুফে ভবনে। প্রেসের সামনে তিনি জানান, ‘সর্বশেষ ম্যাচে হামজা কিছুটা চোট পেয়েছিলেন, আবার তার লেস্টার সিটির ১৩ সেপ্টেম্বরের ম্যাচের কথা রয়েছে। সেই কারণেই তার এজেন্ট জানিয়েছে, তিনি নেপালে আসবেন না।’

কোচ হ্যাভিয়ের ক্যাবেরেরার চাওয়া সত্ত্বেও ফিফা উইন্ডো সম্পর্কিত নিয়মে ৪৮ ঘণ্টার আগে ক্লাবকে খেলোয়াড় ছাড়তে হয়। এজন্য হামজাকে সরাসরি নেপালে পাঠানোর পরিকল্পনা ছিল। এমন বাস্তবতা এবং ভবিষ্যৎ সহযোগিতার স্বার্থে, লেস্টার সিটি এবং তার এজেন্টের সঙ্গে ফেডারেশন গেলেও নমনীয়তা দেখায়।

গত শুক্রবার ইংলিশ চ্যাম্পিয়নশিপে বার্মিংহাম সিটির বিপক্ষে ম্যাচে ব্যথা নিয়ে মাঠ ছাড়তে হয় হামজাকে। বাধ্য হয়ে বের হতে হতো, কারণ কেসি এন্ডারসনের সঙ্গে সংঘর্ষে পায়ে আঘাত পেয়েছিলেন তিনি। যদিও লেস্টার বা ইংলিশ মিডিয়ায় এ নিয়ে বিশেষ কিছু জানানো হয়নি, সামাজিক মাধ্যমে খেলায় জয় উদযাপনের ছবি শেয়ার করেছেন হামজা।