টি-টোয়েন্টির চূড়ায় রশিদ, সাকিব-মোস্তাফিজ কোথায়

স্পোর্টস ডেস্ক
০২ সেপ্টেম্বর ২০২৫, ১৪:২৩
শেয়ার :
টি-টোয়েন্টির চূড়ায় রশিদ, সাকিব-মোস্তাফিজ কোথায়

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় শীর্ষে উঠেছেন আফগানিস্তানের লেগ স্পিন তারকা রশিদ খান। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের একটি ম্যাচে তিন উইকেট শিকারের মাধ্যমে ২৬ বছর বয়সী এই বোলার নিজের নাম ইতিহাসের শীর্ষে ওঠান।

এর আগে নিউজিল্যান্ডের পেসার টিম সাউদি এই রেকর্ডে শীর্ষে ছিলেন, যিনি ১২৩ ইনিংসে ১৬৪ উইকেট নিয়েছিলেন। কিন্তু মাত্র ৯৮ ইনিংসে ১৬৫ উইকেট নিয়ে রশিদ ছাড়িয়ে গেছেন তার রেকর্ড। এছাড়া তালিকার তৃতীয় স্থানে রয়েছেন আরেক নিউজিল্যান্ড ক্রিকেটার, লেগ স্পিনার ইশ সোধি ১২১ ইনিংসে ১৫০ উইকেট শিকার করেছেন।

বাংলাদেশের সাকিব আল হাসানও একসময় এই রেকর্ডে শীর্ষে ছিলেন। তবে গত বছরের বিশ্বকাপের পর তিনি টি-টোয়েন্টি থেকে দূরে রয়েছেন এবং সম্প্রতি আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর ঘোষণা করেছেন। ১২৬ ইনিংসে ১৪৯ উইকেট নিয়ে শেষ হয়েছে তার ক্যারিয়ার।

বর্তমানে সাকিবকে ছাড়িয়ে যাওয়ার পথে আছেন বাংলাদেশি বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান, যিনি মাত্র ১১২ ইনিংসে ১৪২ উইকেট নিয়েছেন এবং রেকর্ড তালিকার পঞ্চম স্থানে অবস্থান করছেন।

তালিকায় আরও আছে আদিল রশিদের ১৩৫ উইকেট (১২২ ইনিংস) এবং শ্রীলংকার স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গার ১৩১ উইকেট (৭৭ ইনিংস)।

রাশিদের তরুণ বয়স এবং ধারাবাহিক ফর্মের কারণে এই রেকর্ড ভবিষ্যতে সবার হাতছানির বাইরে চলে যেতে পারে বলেই ধারণা করা হচ্ছে।

রেকর্ড গড়া ম্যাচে আফগানিস্তান সংযুক্ত আরব আমিরাতকে ৩৮ রানে হারিয়েছে।