সিরিজ জিতেও শাস্তি পেল শ্রীলংকা
জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মন্থর ওভার রেটের কারণে শ্রীলংকা ক্রিকেট দলকে ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করা হয়েছে। সোমবার আইসিসি এই শাস্তির কথা এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঘোষণা করে।
হারারেতে অনুষ্ঠিত রবিবারের ম্যাচে শ্রীলংকা নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম করেছে। আইসিসির আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে প্রতি এক ওভার কম করার জন্য ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা আরোপ করা হয়।
শ্রীলংকার অধিনায়ক চারিথ আসালাঙ্কা অপরাধ স্বীকার করে ম্যাচ রেফারি জেফ ক্রোর দেওয়া শাস্তি মেনে নেন, ফলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
ম্যাচে জিম্বাবুয়ে আগে ব্যাট করে ৫০ ওভারে ৭ উইকেটে ২৭৭ রান করে। পাথুম নিসাঙ্কার সেঞ্চুরির সহায়তায় শ্রীলংকা ৫ উইকেটে জিতে যায় মাত্র ৩ বল হাতে রেখে। দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জয়ী হয় সফরকারী জিম্বাবুয়ে দল।
এর আগে সিরিজের প্রথম ম্যাচেও শ্রীলংকা মন্থর ওভার রেটের কারণে ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করা হয়েছিল। ওই ম্যাচে শ্রীলংকা মাত্র ৭ রানে জিতেছিল।
এবার দুই দল আগামী বুধবার থেকে হারারেতে শুরু হতে যাওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে।